ফটিকছড়িতে করোনা হাসপাতালে সহায়তা দিলো কওমী শিক্ষার্থীরা

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

এম ওমর ফারুক আজাদ : ফটিকছড়িতে কোভিড-১৯ হাসপাতালের অনুদানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো এগিয়ে এলো কওমি শিক্ষার্থীরাও।

আজ সকাল ১১টায় উপজেলার কওমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন এর হাতে নগদ ৩৫ হাজার টাকা তোলে দিয়েছে একটি টীম।

এসময় ইউএনও আরেফিন বলেন, কওমি মাদ্রাসার ছাত্ররা সামাজিক ভূমিকা রাখছে এটা প্রসংশনীয়। অন্যান্য ধারার শিক্ষার্থীদের মতো কওমি শিক্ষার্থীরাও যে এখন সামাজিক কর্মকান্ডের প্রতি নিজেদের সম্পৃক্ত করছে তা একটি কল্যাণ রাষ্ট্রের জন্য ইতিবাচক দিক।
সুন্দর সমাজ বিনির্মাণে সকলে এভাবে এগিয়ে আসা দরকার।

অনুদান হস্তান্তর টীমে উপস্থিত ছিলেন উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজুল আলম, আহমদ উল্লাহ, ওমর ফারুক তাহমিদ, এইচ মুহাম্মদ, মুহিব্বুল্লাহ প্রমুখ।

উল্লেখ্যঃ ফটিকছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত ৯ই জুন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপজেলার সদরের পরিত্যক্ত ২০ শয্যা হাসপাতালকে করোনা রোগিদের জন্য আপদকালিন বিশেষায়িত হাসপাতালে রুপান্তরিত করার ঘোষণা দিয়ে উপজেলার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সাংসদের ঘোষণার পর এই বিশেষায়িত হাসপাতাল নিমার্ণের কাজ শুরু করেন স্থানীয় উপজেলা প্রশাসন।আর পরিত্যক্ত এই হাসপাতালকে বিশেষায়িত হাসপাতালে রুপান্তরিত করতে প্রশাসনের প্রয়োজন ১ কোটি টাকা এবং প্রতি মাসে খরচ পড়বে প্রায় ৩৫ লক্ষ টাকা।সাংসদের ঘোষণার পর তহবিল সংগ্রহের কাজ শুরু করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।

এরপর থেকে সেটির উন্নয়নে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসছেন এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন। সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর আহ্বানে সাড়া দিয়ে নগদ টাকা, বিভিন্ন মেডিকেল সরঞ্জামাদিসহ হাসাপাতাল চালাতে জরুরী জিনিসপত্র নিয়ে এগিয়ে আসছেন স্থানীয় জনসাধারণ।বিভিন্ন আর্থিক অনুদান নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।বিকাশ, রকেটসহ ব্যাংক একাউন্টেও অনেকে পাঠাচ্ছেন নগদ অর্থ। ফেসবুকে গ্রুপ, ইভেন্টস খুলেও অনেকে হাসপাতালের জন্য অর্থ সংগ্রহ করছেন।

এদিকে স্থানীয় সাংসদ গত১ জুলাই স্থানীয় সাংসদ নিজের ও তার পরিবারের পক্ষ থেকে হাসপাতালের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের কাছে ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এছাড়াও আপদকালিন ফান্ডে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে ১০ লক্ষ টাকা।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন