

দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ১ হাজার ৯২৫ জন মুক্তিযোদ্ধার সন্তান বা উত্তরাধিকার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ভারত সরকার। সম্প্রতি ঢাকস্থ ভারতীয় হাই কমিশন এসব শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ করে। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি’ এর আওতায় শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হলো।
জানা যায়, দেশে মুক্তিযোদ্ধার সন্তান বা উত্তরাধিকার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ২০১৭-১৮ সালে একটি প্রকল্প গ্রহণ করে ভারত সরকার। এ প্রকল্পের আওতায় পাঁচ বছরে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ১ হাজার ও স্নাতক পর্যায়ের প্রায় ১ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। যার অংশ হিসেবে তৃতীয় ধাপে এ বছর ১ হাজার ৯২৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃত্তি প্রদানের লক্ষ্যে যোগ্য শিক্ষার্থীদের বাছাইয়ের কাজ করে ঢাকস্থ ভারতীয় হাই কমিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন অর্থ পরিশোধ করা হয়। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেওয়া হয় ২০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দেওয়া হয় ৫০ হাজার টাকা।
এ বিষয়ে ভারতীয় হাই কমিশন জানায়, চলমান নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এ বছর বৃত্তি প্রদানের অনুষ্ঠান তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ অনলাইনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিক্রিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে এই বৃত্তির অর্থ পাওয়ায় তাদের অনেক উপকার হয়েছে। তারা এই অর্থ দিয়ে জরুরি অনেক কাজ করতে পারবেন।
এমএম/পাবলিকভয়েস