ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আল্লামা শফী

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (২১ জুলাই) দুপুর আনুমানিক ২ টার দিকে তাঁর শারিরিক অসুস্থতা বেড়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়াও বিষয়টি ফেসবুকে জানিয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

তিনি লিখেছেন – হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মান্যবর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা. (আল্লাহ শিফায়ে কামিলা-‘আজিলা দান করুন)কিছুটা অসুস্থ।

শারীরিক দুর্বলতা ও বিভিন্ন শারিরীক জটিলতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়খুল ইসলাম সাহেব দা.বা. এর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ শাফী’র শাহী দরবারে কায়মনোবাক্যে দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি।

মন্তব্য করুন