আইসোলেশনে ‘হাজীরা’; হজ পালিত হবে সীমিত সংখ্যক হাজী নিয়ে

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার সীমিত আকারে পালিত হবে হজ। এতে অংশ নিতে যাওয়া মুসল্লীরা হজের আগে সাত দিনের আইসোলেশনে থাকা শুরু করেছেন বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।

এক টুইটে মন্ত্রণালয় থেকে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লীদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে প্রত্যেক মুসল্লীকে প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, এবারের হজ সীমিত সংখ্যক মানুষ নিয়ে পালন করা হবে। তবে সব দেশ থেকেই মুসল্লিদের সুযোগ দেয়া হবে।

প্রতিবছর ২৫ লাখ মানুষ সৌদি আরবে হজ করার উদ্দেশ্যে যাত্রা করলেও এবার মাত্র ১০ হাজার মানুষ সে সুযোগ পাচ্ছে।

ভাইরাসটি হজের সময় মুসল্লীদের মধ্যে যেন না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত কেউ ওই এলাকায় বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। কেউ দ্বিতীয়বার সেই চেষ্টা করলে দ্বিগুণ জরিমানা করা হবে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন