

‘বরিশাল কলেজ’ নামটি বরিশালের ঐতিহ্য বহন করে। তাই বরিশালের ঐতিহ্যবহনকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রেখে ঐতিহ্য রক্ষার দাবি ইশা ছাত্র আন্দোলন, বরিশাল মহানগরের।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন -বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম ও সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খান এক যৌথ বিবৃতিতে বলেন, গত দুদিন আগে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে উক্ত কলেজের বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মানববন্ধনকারীদের দাবির সাথে ঐক্যমত পোষন করছি।
মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে কলেজটির নাম করনের উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষেত্রে বলবো সম্পূর্ণ বরিশালের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে তার। আমরা মনে করি ৬০ বছর পুরানো একটি ঐতিহ্যবাহী কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের উপর আঘাত হানতে পারে। তাই উক্ত কলেজের নামটি অপরিবর্তিত রেখে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বরিশালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের কথা নজরে রেখে তার নামে নতুন একটি কলেজের প্রস্তাব করছি।
তারা বরিশাল কলেজের ইতিহাস টেনে আরো বলেন, ১৯৬৩ সালের ০২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বরিশাল নাইট কলেজ । ১৯৬৩-৬৪ সালে উচ্চ মাধ্যমিক ও বি. এ. ক্লাসে ২৮৮জন শিক্ষার্থী এবং অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হকসহ ৬/৭ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু বরিশাল নাইট কলেজ এর। ১৯৭০ সালে কলেজে দিবা বিভাগ খোলা হয়।
১৯৮৬ সালের ১৪নভেম্বর কলেজটি জাতীয়করণ করা হয় ও নৈশ শাখা বন্ধ করা হয় । কলেজের নাম করণ করা হয় সরকারি বরিশাল কলেজ।
বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব এর পক্ষে শিক্ষার্থীর সংখ্যা খুবই নগন্য। এমনকি উক্ত কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীর একট বড় অংশ তাদের প্রিয় কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবের বিপরীতে মানববন্ধন ও করেছেন।
এমত অবস্থায় ইশা ছাত্র আন্দোলন-বরিশাল মহানগর এর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরিশালের ঐতিহ্যবহনকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রেখে ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।####
এনএইচ/ পাবলিক ভয়েস