হেফাজতে ইসলামকে সমর্থন করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

হেফাজতে ইসলামের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিলেটের জকিগঞ্জ পৌরসভার ওয়ার্ড ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতা জকিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন।

গত শনিবার রাত ১০টার দিকে তিনি তাঁর ‘হাফিজ মাজেদ’ নামের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ বরাবর পদত্যাগপত্র লেখেন।

হাফিজ মাজেদ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মোদিকে দেশে আমন্ত্রণ জানানোর জন্য এবং মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।

যে দল ইসলামকে সম্মান দিতে জানে না, যারা ভাস্কর্যকে হালাল মনে করে, মুসলমানদের ওপর হামলাকারীকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানায়; সেই দলে কোনো মুসলমান থাকতে পারে না। তাই আমিও সেই দলে থাকতে পারি না। আজ থেকে বয়কট করলাম ছাত্রলীগ।’

এ বিষয়ে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালে পৌরসভার ওয়ার্ডগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনটি পদে কমিটি করা হয়েছিল।

সে সময় ৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন হাফিজ মাজেদ। হাফিজ মাজেদের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

দলে অনুপ্রবেশকারী ঠেকাতে পুরো যাচাই-বাছাই করেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে গত বছরের প্রথম দিকে তিনি সৌদি আরবে চলে যান।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, সে সময় থেকেই তাঁর দলের কোনো দায়িত্বে থাকার কথা না।

তানজিম শাহরিয়ারের ভাষ্য, হাফিজ মাজেদ যদি মনে করে থাকেন দেশের বাইরে অবস্থান করেও তিনি দায়িত্বে আছেন, তবে সেটি বোকামি হবে।

সংগঠনে না থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে তিনি এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেন শাহরিয়ার।

মন্তব্য করুন