লকডাউনে পূর্ণ কুরআন মুখস্ত করে নিজেকে ভাগ্যবতী মনে করছি

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

করোনা লকডাউনের অবসরে ঘরে থেকেই পূর্ণাঙ্গ কুরআন মুখস্ত করেছেন মিসরীয় গৃহিণী নাসমা ফুলি। তিনি লকডাউনের অবসরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।

নাসমা ফুলি বলেন, ‘আমি আরো দেড় বছর আগে পবিত্র কোরআন মুখস্থ করার সংকল্প করি। সে অনুযায়ী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহের পাঁচ দিন কোরআনে কারিম থেকে পাঁচ পৃষ্ঠা মুখস্থ করতে থাকি। আর বৃহস্পতি ও শুক্রবার অন্যান্য কাজ গোছানোর জন্য রাখতাম। নাসমা ফুলি বলেন, ‘আমি আরো দেড় বছর আগে পবিত্র কোরআন মুখস্থ করার সংকল্প করি। সে অনুযায়ী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহের পাঁচ দিন কোরআনে কারিম থেকে পাঁচ পৃষ্ঠা মুখস্থ করতে থাকি। আর বৃহস্পতি ও শুক্রবার অন্যান্য কাজ গোছানোর জন্য রাখতাম। এর মধ্যে লকডাউন আমার সামনে অবারিত সুযোগ এনে দেয়। হঠাৎ পাওয়া অবসরকেও বিশেষ গুরুত্ব দিয়েছি।’

এর মধ্যে লকডাউন আমার সামনে অবারিত সুযোগ এনে দেয়। হঠাৎ পাওয়া অবসরকেও বিশেষ গুরুত্ব দিয়েছি।’ একই সঙ্গে আমি পেছনের মুখস্ত করা পারাগুলোও নিয়মিত তিলাওয়াত করতাম।

নাসমা জানান, তিনি মেয়েকে কোরআনের মুখস্ত করা পাঠ শোনাতেন। করোনা আসার পর মেয়েই তাকে বাকি পারাগুলো মুখস্ত করতে জোর দেয়। তিনি বলেন, করোনার অবসরে মাত্র ৪০ দিনে কোরআন মুখস্ত সম্পন্ন করে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন