‘আয়াসোফিয়া’ তলোয়ার দিয়ে যারা জয় করেছে তারাই মালিক হবে : নুমান কর্তুলমুস

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

তুরস্কের রাজনীতিসহ সারা বিশ্বব্যাপী আলোচিত আয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করার এরদোগানের উদ্যোগকে সমর্থন করেছেন তুরস্কের জনপ্রিয় ও এরদোগান নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্টের (একেপি) ডেপুটি চেয়ারম্যান নুমান কর্তুলমুস।

তিনি এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘‘আয়া সোফিয়া আমাদের ভৌগোলিক সম্পত্তি৷ তলোয়ার দিয়ে যারা এটি জয় করেছেন এই সম্পত্তির অধিকার তাদেরই৷”

তাছাড়া নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে আত্মবিশ্বাসী একেপি৷ তার অংশ হিসেবে গত মাসে ১৪৫৩ সালে অটোমানদের কন্টানটিনোপল (বর্তমানে ইস্তানবুল) জয়ের বার্ষিকী উপলক্ষ্যে আয়া সোফিয়ার ভেতরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়৷

এরদোগানের এই উদ্যোগকে তুরস্কে ইসলামের নতুন জাগরণের কৌশল হিসেবে দেখছেন অনেকে৷ তবে আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তর করা নিয়ে সেখানে বড় ধরনের বিরোধেরও জন্ম দিতে পারে৷

ইস্টার্ন অর্থোডক্স চার্চের প্রধান প্রথম পেট্রিয়ার্ক বার্থোলোমিউ আয়া সোফিয়াকে মসজিদে পরিণত করার বিরোধিতা করেছেন৷ তিনি বলেন, আয়া সোফিয়া মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ এক স্থাপত্য৷ এটি কারো একক সম্পত্তি নয়৷

তবে বিশ্বের কিছু প্রতিক্রিয়ার জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন – “আয়াসোফিয়া নিয়ে তুরস্কের বিরুদ্ধে যে কোন কথা বা অভিযোগ সরাসরি আমাদের সার্বভৌমত্বকে আক্রমন করার সামিল হবে”।

একই সাথে স্পষ্টভাবেই এ বিষয়ে তুরস্কের প্রতি আনিত যে কোন অভিযোগকেই নাকচ করে দিয়েছেন এরদোগান।

এরদোগান বলেছেন – তুরস্ক সর্বদা মুসলমান এবং দেশে বসবাসরত সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে। এবং আয়াসোফিয়ার ব্যাপারে আদালত যে কোন রায় দেবে।

তিনি আয়াসোফিয়ার ব্যাপারে যে কোন মন্তব্য বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন – “এ বিষয়টি আঙ্কারার নিজস্ব বিষয় এবং আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তর করা না করাও তুরস্কের অভ্যন্তরীণ বিষয়।”

একই সাথে তুর্কি প্রসিডেন্ট উল্লেখ করে বলেন যে, তুরস্কে ৪৩৫ টি গীর্জা এবং বিভিন্ন উপাসনালয় রয়েছে যেখানে খ্রিস্টান ও ইহুদিরা প্রার্থনা করতে পারে। তাই ধর্মীয় সম্প্রীতি এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তুরস্ক বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত : তুরস্কের ইস্তাম্বুল শহরে বসফরাস প্রণালীর কোলঘেঁষে নির্মিত ঐতিহাসিক ভবন হাজিয়াসোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে পরিণত করা হবে কিনা – এ বিষঢে গত (২ জু্লাই) সেদেশের এক আদালতের যে রায় দেবার কথা ছিল, তা আগামী ১৫ দিনের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ আগামী ১৫ দিন পর (১৭ জুলাই) এই স্থাপনাটিকে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত করা হবে কিনা এ বিষয়ে তুরস্কের আদালত থেকে রায় ঘোষণা করা হবে। তবে ধারণা করা হচ্ছে হাজিয়া সোফিয়া তার পুরনো রূপ অর্থাৎ মসজিদের রূপেই ফিরে যাবে।

প্রেসিডেন্ট এরদোগান তুরস্কবাসীর দাবির প্রেক্ষিতে আবার এটাকে মসজিদে পরিণত করতে চায়, এবং আদালত পক্ষে রায় দিলে তাই হতে পারে। সূত্র : ডয়চে ভেলে।

আয়ার সোফিয়ার সংক্ষিপ্ত ইতিহাস পড়ুন

মন্তব্য করুন