তিন ম্যাচ পর রংপুরের রোমাঞ্চকর জয়

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

পাবলিক ভয়েস : টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ শনিবারের (১৯ জানুয়ারি) ম্যাচে সিলেট সিক্সার্সের ১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় পায় দলটি।

রংপুর সমর্থকদের অপেক্ষা যেন আর ফুরোয় না। কবে ক্রিস গেইল গেইলের মতো খেলবেন! আজ শনিবারে (১৯ জানুয়ারি) সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচেই সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। রংপুরের ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন এই ক্যারিবিয়ান তারকা। পাকিস্তানের মোহাম্মদ ইরফানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

গেইল বিদায় নিলেও আরেক ওপেনার অ্যালেক্স হেলস এগিয়ে নিচ্ছিলেন দল রংপুরকে। কিন্তু বড় স্কোরের আভাস দিলেও মাত্র ৩৩ রানেই বিদায় নেন এই ইংলিশ ওপেনার। ২টি চার ও ২টি ছক্কার মারে ২৪ বল খেলে অলোক কাপালির বলে লিটন দাসের হাতে দারুণ এক ক্যাচে ফেরেন তিনি।

দুর্দান্ত ব্যাট চালাতে থাকা রাইলি রুশো দলকে অনেকটা পথ এগিয়ে নিয়ে গেলেও পেরে উঠলেন না তাসকিন আহমেদের সামনে। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারি ব্যাটের কানায় লেগে পৌঁছায় উইকেটের পেছনে লিটন দাসের হাতে। ৩৫ বলে ৬১ রান করে ফেরেন রুশো। এই ইনিংসে তিনি খেলেন ৯টি চার ও দুইটি ছক্কার মার।

রুশোকে ফেরানোর একই ওভারে শেষের বলে বোল্ড হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ৩৪ রান। যেখানে ছিল ২টি করে চার ও ছক্কার মার।

মন্তব্য করুন