সৌদি আরবে করোনায় প্রান গেল বাংলাদেশি পাঁচ চিকিৎসকের

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

সৌদি আরবের সেবা দিতে গিয়ে পাঁচ জন বাংলাদেশি চিকিৎসক করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (২২ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যে ৫ জন চিকিৎসক মারা গেছেন, তারা হলেন- মো. শফিউল্লাহ, গত ১৯ জুন তিনি মারা যান।

এছাড়াও গত ৩১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক আফাক হোসেন ও চিকিৎসক আবদুর রহিম গত ১৯ মে জেদ্দায়, গত ১৩ জুন ডা. মো. আনোয়ার উল হাসান রিয়াদে ও গত ১৬ জুন মারা যান ডা. গোলাম মোস্তফা।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ মৃত্যুবরণকারী চিকিৎসকদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন