ভারতই প্রথম হামলা চালিয়েছে, দাবি চীনের

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০

ভারত-চীন সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে সোমবার রাতে দু‌’পক্ষেই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে।

তবে বেইজিং দাবি করেছে, ভারতের পক্ষ থেকেই লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয়।

এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, দুবার সীমান্ত পার করে চীনের দিকে ঢোকার চেষ্টা করে ভারতীয় সেনারা। এ সময় চীনের সেনাদের উত্যক্ত করার পাশাপাশি তাদের ওপর হামলাও চালানো হয়। আমরা আবারো ভারতের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যাতে তারা সেনাদের এই ধরণের আচরণ আমলে নেয় এবং তাদেরকে বিরত থাকতে বলে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই লাদাখের প্যাংগন লেক ও গালওয়ান উপত্যকায় দু’দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। এনিয়ে দু’দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকে ঠিক হয়, শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া হবে।

সোমবার সকালে দুই দেশের ব্রিগেডিয়ার পর্যায়ে বৈঠক হয়। তারপর রাতে ওই ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন