করোনা চিকিৎসায় অনীহা প্রকাশ করায় চট্রগ্রামের ১০ চিকিৎসক বরখাস্ত

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় ১০ চিকিৎসককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই অভিযোগে একজন স্টোরকিপারকেও চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি  নিশ্চিত করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।

বরখাস্ত চিকিৎসকরা হলেন- চসিকের মেডিকেল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ডা. ফরিদুল আলম, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. সেলিনা আক্তার, ডা. বিজয় তালুকদার, ডা. মোহন দাশ, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. সন্দিপন রুদ্র, ডা. হিমেল আচার্য্য, ডা. প্রসেনজিৎ মিত্র। এছাড়া অব্যাহতি পেয়েছেন স্টোরকিপার মহসিন কবির।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন