এবার আফগান সরকার ও তালেবানের শান্তিচুক্তি প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
আফগান সরকার ও তালেবান

আফগানিস্তানে তালেবানের সাথে যুদ্ধ করা আমেরিকা নেতৃত্বাধীন ন্যাটোবাহিনীর পরাজয় পরবর্তি শান্তিচুক্তির পর এবার তালেবানের সাথে শান্তিচুক্তির দিকে যাচ্ছে আশরাফ ঘানী নেতৃত্বাধীন আফগান সরকার। তালেবানও এবারের শান্তি চুক্তির আহবানে সাড়া দিয়েছে বলে জানিয়েছে আফগান গণমাধ্যম।

আরও পড়ুন : তালেবান আমেরিকা চুক্তি : বৈশ্বিক জিহাদের ঐতিহাসিক বিজয়

আফগানিস্তানের সরকার ও তালেবান গেরিলারা প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের শান্তি বৈঠকে বসতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি।

আরও পড়ুন : আমেরিকা তালেবান চুক্তি : তালেবান প্রধানের বিশেষ বার্তা

গতকাল (রোববার) আফগান সরকার এবং তালেবান গেরিলারা শান্তি বৈঠকের ঘোষণা দিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি শান্তি চুক্তিসই হয়।

এরপরই আলোচনায় আসছে আফগান সরকারের সাথে তালেবানের শান্তিচুক্তির বিষয়টি। তবে তালেবানের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে অবশ্যই মার্কিন-তালেবান চুক্তি অনুসারে আফগান সরকার কর্তৃক আটক হওয়া সকল তালেবান বন্দীদের মুক্তি দিতে হবে।

অপরদিকে আফগান সরকার এ পর্যন্ত ৩,০০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে এবং আফগান সরকার এবং তালেবানদের একটি দলের মধ্যে সরাসরি এই আলোচনার পথ উন্মুক্ত করতে ৫,০০০ বন্দিকে মুক্তি দেওয়া সম্পন্ন করার অঙ্গীকার করেছে।

আফগানিস্তানে যুদ্ধ কোন সমাধান নয় : সাবেক তালেবান কমান্ডার

তবে সম্প্রতি তালেবানের পক্ষ থেকে শান্তিচুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পর বলা হয়েছে – প্রাথমিকভাবে, আলোচনাটি কাতারে অনুষ্ঠিত হবে, কর্মকর্তারা জানিয়েছেন। আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রনালয়ের একজন মুখপাত্র নাজিয়া আনোয়ারী বলেছেন, ‘সরকারের আলোচনার দলটি আলোচনায় অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত”।

এদিকে, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার, মার্কিন বিশেষ দূত জালময় খলিলজাদ এবং রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ গতকাল সন্ধ্যায় এ বিষয়ে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন।

তালেবান বন্দীদের মুক্তি, আন্তঃ-আফগান আলোচনার শুরু এবং আফগান শান্তির বিষয়ে একটি জাতীয় ও আন্তর্জাতিক সিদ্ধান্ত ও সমাধানের পথ উম্মুক্ত করাটাই হবে আলোচনার মূল এজেন্ডা, বলেছেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র গ্রান হেওয়াদ।

তালেবান বিষয়ে আরও সংবাদ পড়ুন – 

তালেবান আমেরিকা চুক্তি : জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

তালেবানের সঙ্গে একান্তে বসতে চান ট্রাম্প

২০ আফগান কর্মকর্তার মুক্তি, তালেবানকে আমেরিকার ধন্যবাদ

আরও ৫৫ তালেবান সৈন্য মুক্তি দিলো আফগান সরকার

আরও প্রায় ৫০০ তালেবান নেতাকে মুক্তি দিলো আফগান সরকার

১,০০০ তালেবানকে মুক্তি দিয়েছি, আমাদের লোকজনকেও মুক্তি দিন:

ন্যাটো বাহিনীর কমান্ডারের বক্তব্য প্রত্যাখ্যান করল তালেবান

কাবুলের জামে মসজিদে হামলার দায় অস্বীকার তালেবানের

তালেবান হামলায় ১ সপ্তাহে ৪০০ নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত

আফগান গণমাধ্যম অবলম্বনে/এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন