

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরো বাড়ানো হচ্ছে। আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো কতদিন বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ঘোষিত ছুটির মেয়াদ আরো বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত এ ছুটি বৃদ্ধির চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। তবে আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে ঠিক কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাস সংক্রমণ যে পর্যায়ে আছে, এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে স্বাস্থ্যঝুঁকিতে পড়বে শিক্ষার্থীরা। তাই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা যাতে এ সময়ে বাসায় তাদের পাঠ কার্যক্রম চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে সংসদ টিভিতে প্রতিদিন পাঠদান সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে বাসায় থেকেই পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর শিক্ষার্থীদের সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে মার্চের মাঝামাঝি সময় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর বেশ কয়েক দফায় সেই ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামীকাল ১৫ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা রয়েছে। তবে এখনো দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এদিকে দেশে আজ রোববার পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৭১ জন। মোট সংক্রমিত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩১ জন।
এমএম/পাবলিকভয়েস