ট্রাম্প-কিম সম্পর্ক নিয়ে যা ভাবছে উ. কোরিয়া

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

দুই বছর আগে অর্থাৎ ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে ঐতিহাসিক এক সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেই ঘটনার দুই বছর পূর্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। এতে বলা হয়, ট্রাম্প-কিম সম্পর্কের কোনো লাভ দেখছে না উত্তর কোরিয়া। তাই দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক টিকিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই।

এই প্রসঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সুন বলেন, সেই সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সম্পর্কের কোনো বড় পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র এখনো আমাদের জন্য বড় একটি হুমকি। উত্তর কোরিয়া এই হুমকি প্রতিহত করতে বড় একটি সেনাবাহিনী তৈরির প্রস্তুতি নিয়েছে।

আল-জাজিরা বলছে, ২০১৭ সালে পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রকল্প হালনাগাদ করে উত্তর কোরিয়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্র নানা হুমকি দিতে শুরু করে দেশটিকে। এর প্রেক্ষিতে উত্তর কোরিয়াও পাল্টা হুমকি দিতে শুরু করে। সিঙ্গাপুরে দুই নেতার সাক্ষাতের পর উত্তেজনা কিছুটা খানিকটা প্রশমিত হয়। কিন্তু প্রকৃত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে ট্রাম্প-কিম দ্বিতীয় দফায় সাক্ষাৎ করেন। সেখানে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেয়। দুই পক্ষ কোনো প্রস্তাবেই রাজি হয়নি। ফলে দুই দেশের মধ্যে আজ পর্যন্ত কোনো চুক্তিবদ্ধ হতে পারেনি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন