বিক্ষোভের মুখে দাবি মানলেন ট্রাম্প

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

পুলিশের দ্বারা বর্ণ বৈষম্যের শিকার হয়ে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভ এখনো চলছে। আন্দোলনকারীদের দাবি, পুরো পুলিশ বিভাগকে সংস্কার করা হোক। সেই দাবিতে এবার সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইতোমধ্যে পুলিশ বিভাগের সংস্কারের জন্য একটি প্রাথমিক খসড়া অনুমোদন দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার টেক্সাসের একটি চার্চের অনুষ্ঠানে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন পুলিশ বিভাগের সংস্কারের জন্য আরো অর্থ খরচ করা হবে। তাদের আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। যদিও ট্রাম্পের এমন কথায় বিক্ষোভকারীদের খুশি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুলিশ বিভাগকে এমনভাবে সংস্কার করা হবে যেন, সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে তাদের ভালো সম্পর্ক গড়ে উঠে। কারণ পুলিশের কাজই হলো সমাজ রক্ষা করা। তারা সমাজের বন্ধু।

এদিকে বিক্ষোভকারীরা বলছেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ পুলিশ বিভাগে খরচ করা হয়। পুলিশের সংখ্যাও প্রয়োজনের চেয়ে অনেক বেশি। সময় এসেছে তাদের বরাদ্দ কমিয়ে তা উন্নয়নের পেছনে খরচ করা। তাছাড়া মার্কিন পুলিশের মধ্যে বৈষম্য এখনো প্রকট। এর আগেও পুলিশের বিরুদ্ধে একাধিক বর্ণ বৈষম্যের অভিযোগ উঠেছে।

তবে বিক্ষোভকারীদের এমন অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছেন প্রসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে তার বক্তব্য হলো- পুলিশের সম্পর্কে ভুল বার্তা দেয়া হচ্ছে। তাছাড়া কোটি কোটি সাধারণ মার্কিন নাগরিক বর্ণবিদ্বেষী। তাই পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ মোটেই সত্য নয়।

উল্লেখ্য, গত ২৫ মে চেক জালিয়াতির অভিযোগে মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্য়ক্তিকে রাস্তায় ফেলে নৃশংসভাবে খুন করে পুলিশ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বার বার আরজি জানালেও তারা কর্ণপাত করেনি। উল্টো হাঁটু দিয়ে তার গলা চেপে বসে থাকেন ডেরেক শওভিন এবং আরো দুই পুলিশকর্মী। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড।

এর পরই পুরো দেশে এই ঘটনার প্রতিবাদের ঝড় উঠে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই রাস্তায় নেমে বিক্ষোভ করছেন অসংখ্য মানুষ। অনেকের মতে, ১৯৬৮ সালে মার্টিন লুথার কিংয়ের মৃত্যুর পর এই প্রথম বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এমন প্রতিবাদ দেখলো যুক্তরাষ্ট্র।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন