ভারতের ‘না’ শুনতে হলো শ্রীলঙ্কাকে

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
সেঞ্চুুরির পর অভিষেক

আশঙ্কাটা আগে থেকেই ছিল। অবশেষে সেটাই বাস্তবে পরিণত হলো। শ্রীলঙ্কা সফর থেকে সরে এলো ভারতীয় ক্রিকেট দল। এই মাসে লঙ্কানদের মাটিতে সীমিত ওভারের দুটি সিরিজ খেলার কথা ছিল বিরাট কোহলিদের। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে শ্রীলঙ্কায় দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিশ্বের বেশ কয়েকটি দেশে কোভিড-১৯ ভাইরাসটি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উল্টো অবস্থা অবস্থা উপমহাদেশের। বিশেষ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে। তিনটি দেশেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। স্বাভাবিকভাবেই গৃহবন্দী হয়ে আছে তিনটি দেশের সাধারণ মানুষ। জীবন যেখানে মূখ্য সেখানে খেলাধুলা গৌণ একটা ব্যাপার। তাই ক্রীড়াবিদরাও ঘরে বসে অলস সময় পার করছেন।

আপাতত ভারতীয় সরকার স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছে। ঘরবন্দী হয়ে আছেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই ঝুঁকির পথ বেছে নেয়নি বিসিসিআই। এই মুহূর্তে শ্রীলঙ্কা না যাওয়ারই সিদ্ধান্ত জানিয়েছে তারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বোর্ডের কোষাধাক্ষ্য অরুন সিং ধুমাল বলেছেন, ‘ভবিষ্যৎ সফরসূচি নিয়ে আমরা প্রতিশ্রুতিশীল। কিন্তু এই মুহূর্তে দলের পক্ষে সফরটা করা সম্ভব নয়। এটা ঝুঁকিপূর্ণ হবে। পরবর্তীতে সুযোগ বুঝে আমরা সফরটা করার চেষ্টা করব।’

অরুন সিংয়ের কথাতেই পরিষ্কার, সিরিজটা বাতিল হয়ে যায়নি। বিসিসিআইয়ের একটি সূত্রের খবর, নিকটতম ভবিষ্যতে সফরটা করার পরিকল্পনা আছে তাদের। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, দুই মাসের মধ্যে সিরিজ আয়োজন করতে সরকারের সরকারের অনুমোদন নেওয়ার চেষ্টা করছেন তারা। সেক্ষেত্রে ভারত সরকারকে শ্রীলঙ্কা সরকারের নিশ্চয়তা দিতে হবে যেন, ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি ও নিরাপদ ভ্রমণ ব্যবস্থা করতে পারে।

এই সিরিজটা ভাগ্য অনেকটা নির্ভর করছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ওপরও। আগামী মাসে দ্বীপকুঞ্জের দেশটিতে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মুমিনুল-তামিমরা। কিন্তু এই সফরের ভাগ্য-ও সুতোয় ঝুলে আছে। কারণ করোনাভাইরাসের কারণে সফরটা করতে চাচ্ছেন না বাংলাদেশের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত কী হয় সেটা এখনই বলা মুশকিল। সফর দুটির ভাগ্যও তাই সময়ের হাতে তুলে দেওয়া হলো।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন