সেজদায় সাকিবের ফিফটি উদযাপন ; কারণ কী?

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

পাবলিক ভয়েস: সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, হ্যাটট্রিকসহ ক্রিকেটে সাকিব আল হাসানের যে কোন অর্জনের উদযাপন বেশ সাদামাটা। সব সময়ই। কিন্তু গতকাল বিপিএলে ঢাকা ডায়ানামাইটসের হয়ে হাফ সেঞ্চুরির পর রিতিমত সেজদায় লুটিয়ে পড়েছেন তিনি।

কেন এই ব্যতিক্রমধর্মী উদযাপন সে বিষয়ে অনুসন্ধান চালিয়েছে সাংবাদিকরা।

অনেক দিন হলো সাকিব সংবাদমাধ্যমের সামনে আসেন না। এ খেলার পরও আসেননি। তাঁর কাছ থেকে তাই তাৎক্ষণিকভাবে উদযাপনের কারণটা জানার উপায় নেই। তবে কিছুটা জানা গেল দলের ম্যানেজার আজম ইকবালের কাছ থেকে, ‘প্রথমবার যেবার ঢাকা চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার মনে হয় সে বিপিএলে সর্বশেষ ফিফটি করেছিল। মাঝে অনেক বছর কোনো ফিফটি ছিল না। সে কারণেই এমন উদযাপন। কালও এটা নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল (ফিফটি না পাওয়া নিয়ে)।’

আজম ইকবালের দেওয়া তথ্যটা অনেকটাই ঠিক। সাকিব বিপিএলে ফিফটি পেলেন ৬ বছর পর। এ টুর্নামেন্টে সর্বশেষ ফিফটি পেয়েছেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে, ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে, চিটাগং ভাইকিংসের বিপক্ষে। মাঝে ২০ ওভারের ক্রিকেটে ১১টি ফিফটি করেছেন, কোনোটিই বিপিএলে নয়। এর মধ্যে ছয়টিই এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

বিপিএলে ফিফটি-খরা ঘোচাতে ভেতরে-ভেতরে সাকিব ভীষণ তাড়া অনুভব করেছেন। এ কারণেই আজ ফিফটির পর উদ্‌যাপনটাও হয়েছে একটু অন্য রকম। তবে এ ছাড়া ভিন্ন কারণও থাকতে পারে। কারণ যা-ই হোক তাঁর উদযাপনে মূগ্ধ হয়েছে সবাই। (প্রথম আলো)

মন্তব্য করুন