ভারতকে আবারও কড়া ভাষায় হুমকি নেপালের

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

সীমান্ত সংঘাতের জেরে নেপাল ও ভারতের সম্পর্ক অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তরাখণ্ডে কালাপানিসহ লিপুলেখ সহ একাধিক এলাকার দাবি নিয়ে নেপাল ভারতের ভূখণ্ডকে নিজের বলে সংঘাতে জড়িয়েছে কাঠমান্ডু এবং যেকোনো মূল্যে এই জায়গার দখল নিবে বলে হুমকি দিয়েছে নেপাল।

কালি নদী তাদের অংশ বলে দাবি নেপালের নেপালের সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে, ওলি বলেন , ভারত মিথ্যে তথ্য দেখিয়ে মানচিত্রে নেপালের অংশকে নিজের বলে দাবি করছে। এক্ষেত্রে কালি নদী ঘিরে ভুল তথ্য় দেখাতে শুরু করেছে দিল্লি, বলে দাবি নেপালের। নেপালের দাবি, এই কালি নদী তাদের অংশ, যেখানে ভারত নিজের সেনা বসিয়ে রেখেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে দাবি করেন, ভারত থেকে এই জমি তাঁরা ফেরত নিয়ে ছাড়বেন।

তবে নেপালের এই হুমকির সময়টি তাৎপর্যপূর্ণ। এই হুমকি এমন একটা সময়ে এল যখন, লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চিন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন ভারত-চিন সেনার স্ট্যান্ড অফ চলছিল লাদাখে। তবে এই পরিস্থিতি এবার ভারতের উত্তর-পূর্বেও দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন