৩০ হাজার শয্যার করোনা হাসপাতাল উগান্ডায়, দেওয়া হবে সব সুবিধা

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

করোনা আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়া সত্বেও আফ্রিকার দেশ উগান্ডা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা রোগীদের চিকিৎসায় ৯ হাজার শয্যার হাসপাতালের পরিকল্পনা করছে।

তবে দেশটির প্রেসিডেন্ট মুসেভিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৩০ হাজার শয্যার হাসপাতাল করার প্রস্তুতি নিতে বলেছেন বলে জানিয়েছেন। একই সাথে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্বাভাবিক রোগীদের মতই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

একই সাথে প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভিনি জনগণকে সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁর যতটুকু দায়িত্ব তা তিনি করেছেন। এবার অসতর্কতার কারণে মানুষ মরতে শুরু করলে তার দায় তিনি নেবেন না।

আফ্রিকার দেশটিতে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। আক্রান্ত হয়েছে ৬৫৭ জন। এদের মধ্যে ১১৮ জন সুস্থ হতে পেরেছে।

প্রেসিডেন্ট মুসেভিনি বলেছেন, তাঁর নির্দেশনা মানার ফলেই কেউ এখনো মারা যায়নি। কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে মাত্র।

তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও দেশটির শহরগুলোতে সামাজিক দূরত্ব মানতে দেখা যাচ্ছে না এবং সবাই মাস্কও পরছে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

মন্তব্য করুন