

আজ বুধবার পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হচ্ছে। স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর বসানো হবে।জাজিরা প্রান্তে শেষ স্প্যানটি বসানো হলে একসঙ্গে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হবে। অন্যদিকে আজকের স্পানটি বসানোর ফলে মাওয়া প্রান্তের দুটি স্প্যানসহ মোট ৩১টি স্প্যানে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে।
স্প্যানটি বসানোর জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও শিমুলিয়া-মঙ্গলমাঝির ঘাট নৌপথ আট ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুটি নৌপথে চলাচলকারী সব ফেরি, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।যাতে কাজ করতে বিঘ্ন সৃষ্টি না হয়। আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই দুটো রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় প্রশাসন নৌপথ দুটি ব্যবহারকারীদের বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে। যানবাহনের ভোগান্তি এড়াতে আজ ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী সকল যানবহনকে বিকল্প পথ ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা সড়ক হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,জাজিরা প্রান্তের শেষ এ স্পানটি গুররুত্বপূর্ণ। স্প্যান বসানোর কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নৌপথ কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ্মা সেতুর নৌপথের ঘাটগুলো থেকে এ বিষয়ে মানুষকে জানাতে প্রচার করা হচ্ছে। স্প্যান বসানোর কাজ শেষে আজ সন্ধ্যার পর আগের মতো নৌযান চলাচল করবে।
জানা যায়, সকালে মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরার উদ্দেশে স্প্যান নিয়ে ভাসমান ক্রেনটি রওনা হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ চ্যানেল বরাবর ২৫-২৬ নম্বর পিয়ারে স্প্যানটি বসানো হবে । উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়।
#এনএইচ/পাবলিক ভয়েস