

যুক্তরাষ্ট্রে ঘটে চলা প্রায় ২ সপ্তাহের বিক্ষোভে হাজার হাজার মানুষের অংশগ্রহণ মূলত কোনো একক ব্যক্তির মৃত্যু সম্পর্কিত বিষয় নয়। জর্জ ফ্লয়েড এখানে একজন ভিক্টিম মাত্র। কারণ পরিসংখ্যান বলছে অন্যান্য উন্নত দেশের তুলনায় আমেরিকার পুলিশ সবচেয়ে বেশি গ্রেপ্তার করে। সাথে হত্যা এবং কারাগারে প্রেরণও অন্য উন্নত দেশের তুলনায় তারা অনেক বেশি করে থাকে।
এ সম্পর্কিত একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছে সিএনএন। তার সারসংক্ষেপ বাংলা’র পাঠকের জন্য তুলে ধরা হলো।
অবাক করা ব্যাপার কি জানেন? অন্য অনেক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে তথ্যভান্ডার থাকলেও গ্রেপ্তার, পুলিশের হাতে হত্যা বা কারাগারে পাঠানের সঠিক পরিসংখ্যান কিন্তু নেই।
এ সম্পর্কে প্রাক্তন এফবিআইয়ের পরিচালক জেমস ক্যামে ২০১৫ সালে হাউস জুডিশিয়ারি কমিটিকে বলেছেন, ‘আমাদের কাছে গত সপ্তাহান্তে কতজন মুভি দেকতে গিয়েছিল সে সম্পর্কে তথ্য আছে … কিন্তু গত মাসে বা গত বছর পুলিশ কতজনকে গুলি করেছিল সে সম্পর্কিত তথ্য নেই।’
পুলিশি হেফাজতে মৃত্যু :
ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিকস (বিজেএস)’র একটি গণমাধ্যম পর্যালোচনা থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের জুন থেকে মার্চ ২০১৬ পর্যন্ত দশ মাসে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩৪৮ জনের। এ হিসেবে প্রতি মাসে গড়ে ১৩৫ জনের পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় চার জনের বেশি।
নিকটতম সময়ে যুক্তরাজ্যে শুধুমাত্র ১৩ জন পুলিশ হেফাজতে মারা গিয়েছেন। আর অস্ট্রেলিয়ায় মারা গেছে ২১ জন।
পুলিশের গুলিতে মৃত্যু :
তুলনামূলক বিচারে দেখা গেছে যুক্তরাষ্ট্রে পুলিশ অন্য উন্নত দেশগুলোর বাহিনীর চেয়ে বেশি লোককে গুলি করে হত্যা করেছে।
পরিসংখ্যান মতে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এক হাজার ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ঠিক এ সময়ে পুলিশের গুলি ছোড়ার ঘটনায় যুক্তরাজ্যে ৩ জন, নিউজিল্যান্ড ১, অস্ট্রেলিয়া ৮, সুইডেনে ৬, জার্মানিতে ১১ জন পুলিশপর গুলিতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে পুলিশি নির্মমতা কতটা ভয়াবহ তা নিশ্চয় বুঝতে পারছেন।
এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পুলিশ ২০১৯ সালে এক হাজার ৪ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। আর গ্রুপ ম্যাপিং পুলিশ ভায়োলেন্স বলছে, এ হিংস্রতার শিকার হয়েছে এক হাজার ৯৯ জন।
গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ :
বিশ্বব্যাপী উন্নত দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বা গ্রেপ্তার পরবর্তী কারাগারে পাঠানোর ঘটনাও বেশি। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট এক কোটিরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মানে, প্রতি ৩২ জন আমেরিকান নাগরিকের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অন্যদের তুলনায় আমেরিকায় গ্রেপ্তারের এই হার অনেক বেশি।
কৃষ্ণাঙ্গদের ওপরে শক্তিপ্রয়োগ :
পুলিশ কর্মকর্তারা কালো আমেরিকানদের ওপর শক্তি প্রয়োগ করে বেশি। আমেরিকান জার্নাল অফ হেলথ’এ প্রকাশিত ২০১৬ সালের সমীক্ষায় দেখা গেছে, পুলিশের হাতে মৃত্যুর হার শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের প্রায় তিনগুণ বেশি। অন্যান্য দেশের তুলনামূলক পরিসংখ্যান অবশ্য সেভাবে পাওয়া যায়নি।
সাধারণভাবে, আরো অনেক আমেরিকান অন্য অনেক দেশের তুলনায় ফৌজদারি বিচার ব্যবস্থায় জালিয়াতির শিকার হয় এবং কারাগারে থাকতে বাধ্য হয়।
এমএম/পাবলিকভয়েস