

আগামী বছর অর্থাৎ ২০২১ সালে চালু হবে তুরস্কের তৈরি প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ স্যাটেলাইট ‘আইমেস’। এই স্যাটেলাইট তুর্কি প্রযুক্তির উচ্চ-রেজিউলেশনের চিত্র ধারণ সম্পন্ন স্যাটেলাইট যা পর্যবেক্ষনের জন্য উপকারি হবে। তাছাড়া সামরিক ও বেসামরিক খাতে দেশটির স্যাটেলাইট চাহিদা পূরণের মূল পদক্ষেপ হবে এটি।
আজ বৃহস্পতিবার তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের তৈরি পৃথিবী পর্যবেক্ষণ উপযোগী স্যাটেলাইট উপগ্রহটি আগামী বছরই উদ্বোধনের জন্য প্রস্তুত করা রয়েছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি উচ্চ-রেজোলিউশনের ছবি সংগ্রহে সক্ষম এই স্যাটেলাইটটি তুরস্কের সামরিক ও বেসামরিক খাতগুলির চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আইমেস নামে পরিচিত এই নতুন উপগ্রহটিরপরীক্ষার সফল সমাপ্তির পর আকাশে পাঠানোর জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিল্প ও প্রযুক্তি মন্ত্রীর সভাপতিত্বে এক সভায় অংশ নেওয়া মোস্তফা বারানক।একই সাথে তিনি বলেছেন – স্যাটেলাইটটির চূড়ান্ত সফলতার পেছনে তুরস্কের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং পরিবহন মন্ত্রনালয়ের জোড়ালো ভূমিকা রয়েছে।
তুর্কি গণমাধ্যম অবলম্বনে এইচআরআর/পাবলিক ভয়েস