মাত্র দুই মাসের মাথায় করোনা চিকিৎসা সরঞ্জাম রপ্তানিতে সক্ষমতা ইরানের

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি, ছবি: তাসনিম নিউজ এজেন্সি

মাত্র দুই মাসের মাথায় করোনা চিকিৎসা সরঞ্জাম রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছে ইরান। যেখানে কিছুদিন আগেও সংকটে ছিলো দেশটি। ইরানের এ সফলতার কথা গতকাল জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

তিনি বলেছেন, তার দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সময় চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিলেও মাত্র দুই মাসের মাথায় সেই চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।

কোনো কোনো পশ্চিমা দেশে বহু করোনা রোগী হাসপাতালে চিকিৎসা পাননি; বিশেষ করে বৃদ্ধাশ্রমগুলোর অধিবাসীরা সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা গেছেন।অথচ ইরানে একজন বস্তিবাসীকেও বিনা চিকিৎসায় মরতে হয়নি।

গতকাল (শনিবার ১৬ মে) ইরানে উৎপাদিত পিপিই উন্মোচনের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, যখন দেশে পিপিই ও মাস্কের ঘাটতি দেখা দিয়েছিল সেই চরম সংকটের সময় একজন চিকিৎসক বা নার্সও তাদের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াননি। তিনি এজন্য চিকিৎসা সেবায় নিয়োজিত সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বিপুল পরিমাণ মানুষ এই প্রাণঘাতী রোগো আক্রান্ত হয়।তবে সাম্প্রতিক সময়ে এই রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে এসেছে। ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

অনুষ্ঠানে ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ রেজা শানেসাজ বলেন, ইরানের তৈরি পোশাক কারখানাগুলোতে নিজস্ব কাপড়ে সাত ধরনের পিপিই তৈরি হচ্ছে যা বিদেশে রপ্তানি হচ্ছে। এছাড়া, মাস্ক ও হ্যান্ডগ্লাভসের মতো পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

/এসএস

মন্তব্য করুন