আফগানিস্তানে যুদ্ধ কোন সমাধান নয় : সাবেক তালেবান কমান্ডার

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

আফগানিস্তানে এখনকার যুদ্ধ পরিস্থিতি আফগান সরকার বা তালেবানরা নিয়ন্ত্রণ করছে না দাবি করে তালেবানের সাবেক এক কমান্ডার মৌলভী মনযুর হুসেইনী বলেছেন, আফগানিস্তানে যুদ্ধ কোন সমাধান নয় বরং এখন উচিত কূটনৈতিক এবং শান্তি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো। কারণ বর্তমানে আফগানিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার নিয়ন্ত্রণ তৃতীয়পক্ষ কেউ করছে।

মনযুর হোসাইনী যিনি গত কয়েক বছর ধরে আফগান সরকারের বিরুদ্ধে তালেবানের হয়ে লড়াই করেছিলেন এবং কান্দাহার অঞ্চলে তালেবানের কয়েকটি অংশকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি গত চার বছর আগেই যুদ্ধ ত্যাগ করেছেন এবং দক্ষিণ কান্দাহার প্রদেশে স্বাভাবিক জীবনে যাপন করছেন।

তিনি গতকাল আফগানিস্থানে যুদ্ধ পরিস্থিতি বিষয়ক আলোচনায় বলেন- “আজকে শান্তির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে কারা? শান্তি প্রক্রিয়াটি আফগানদের হাতে নেই। বরং এজেন্টরা শান্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। যদি আফগানরা সত্যই তাদের দেশকে নিয়ন্ত্রণ করে, তবে এটি তালেবান ও সরকারকে একটি সমঝোতায় পৌঁছাতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।” একই সাথে তিনি তার সহযোগী তালেবানদের যুদ্ধ বন্ধ করার এবং একটি রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন- “যুদ্ধ এবং ধ্বংস রয়েছে এমন কর্মকান্ড – আমাদের এখন বন্ধ করা উচিত এবং রাজনৈতিক জীবন শুরু করা উচিত। আজকের বিশ্বে, মানুষ আর যুদ্ধের মাধ্যমে তাদের উদ্দেশ্যগুলি অনুসরণ করতে রাজি নয়। রাজনীতির মাধ্যমে আমাদের উদ্দেশ্যগুলি অনুসরণ করার সময় এসেছে। তবে কেবল আফগানিস্তানেই যুদ্ধের মানসিকতা বেশি – অন্য কোন দেশে এত যুদ্ধাবস্থা নেই। বলেন তিনি।

অপরদিকে আফগান সরকার দাবি করেছে, রমজানের শুরু থেকে এ পর্যন্ত তালেবানের বিভিন্ন হামলায় ১২০ জন আফগান নাগরিক নিহত হয়েছে। সরকারের জাতীয় নিরাপত্তা কাউন্সিল কার্যালয় (ওএনএসসি) এর মুখপাত্র জাভেদ ফয়সাল গতকাল এক বিবৃতিতে এ দাবি করেন।

তিনি বলেন, রমজান মাসে তালেবানের বিভিন্ন হামলায় এ পর্যন্ত ১২০ জন নিহত হয়েছে এবং ৩৫০ জন আহত হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এ দাবির জবাবে কিছু বলা হয়নি।

আফগান গণমাধ্যম অবলম্বনে হাছিব আর রহমান

মন্তব্য করুন