অল্পের জন্য রক্ষা পেল নিউইয়র্ক শহর!

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

আবারো আলোচনায় চীন। করোনা ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নম্বর নিশানায় পরিণত হয়েছে দেশটি। এ ছাড়া দেশটির অন্যান্য কর্মকর্তারাও কোভিড-১৯ ছড়ানোর ক্ষেত্রে বেইজিংকে দোষারোপ করে আসছেন। কিন্তু চীনের কমিউনিস্ট সরকার বার বার এ অভিযোগ প্রত্যাখ্যান করছে। ব্রিটেনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ওই ঘটনার তদন্ত করার ঘোষণা দিয়েছে। তবে বিষয়টি প্রমাণ সাপেক্ষ হওয়ায় না হয় আপাতত বেঁচে গেল চীন, কিন্তু তার মধ্যেই নতুন এক কাণ্ড ঘটিয়ে ফেলল দেশটি। এর ফলে চীন যে আরো মার্কিন চাপে পড়বে তাতে কোনো সন্দেহ নেই।

জানা গেছে, মহাকাশ থেকে চীনের একটি রকেটের অংশ ছিটকে পড়েছে পৃথিবীতে, তাও আবার নিউইয়র্ক শহরের কাছেই। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে শহরটি। তা নাহলে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারতো এই রকেটের ভগ্নাংশ।

মার্কিন গণমাধ্যম বলছে, আইভরি কোস্টের বিভিন্ন এলাকায় পাওয়া গেছে মহাকাশ যান থেকে ছিটকে পড়া ওই রকেটের কিছু টুকরো। আর ভেঙে পড়া সব থেকে ক্ষুদ্র অংশটিও নাকি একটি বড়সড় বাসের সমান। নিউইয়র্ক শহর থেকে মাত্র ১৫-২০ কিলোমিটার দূরেই ছিল তীব্র গতিবেগে পৃথিবীতে আছড়ে পড়া সেই রকেটের একটি বড় টুকরো।

ধারণা করা হচ্ছে, বৃহদাকারের এই টুকরোটি যদি নিউইয়র্ক শহরে পড়তো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। করোনা মহামারি নিয়ে এমনিতেই বিশ্বের অন্যান্য স্থানের মতো নিউইয়র্কের বাসিন্দারা ভীত-সন্ত্রস্ত অবস্থায়, তার মধ্যে এই ঘটনা ব্যাপক ভীতির সঞ্চার করে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, উৎক্ষেপণের এক সপ্তাহ পরই নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে লং মার্চ ৫বি নামের ওই রকেটের কিছু অংশ। এর একটি বড়সড় টুকরো আটলান্টিক মহাসাগরেও পড়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রকেটটি কিছুদিন নিজস্ব কক্ষপথে ঘোরার পর এর মূল অংশ নিয়ন্ত্রণ হারিয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। ঘণ্টায় কয়েক হাজার মাইল গতিতে সেটি ছুটে আসে পৃথিবীর দিকে।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, কয়েক দশকের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসা মহাকাশ জঞ্জালের মধ্যে এটিই সবচেয়ে বড়। এদের মধ্যে একজন হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল।

এক টুইটে তিনি জানিয়েছেন, ১৯৯১ সালে স্যালুয়েট-৭ নামের একটি রকেট নিয়ন্ত্রণ হারায়। এর পর বিরাটাকার মহাকাশ জঞ্জাল পৃথিবীর দিকে ধেয়ে আসে। এর পর আর কোনো রকেট থেকে ভেঙে পড়া এত বড় টুকরো পৃথিবীতে ধেয়ে আসেনি।

জোনাথন ম্যাকডয়েল, চীনা রকেটের এই ভগ্নাংশ নিউইয়র্ক সিটির ওপর পড়লে বড় বিপদ ঘটতে পারতো।২৪ নিউজ ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন