

আজ সোমবার (১১ মে) মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন রেকর্ড সর্বোচ্চ ১০৩৪জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ২৩৯ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১জন।
মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা। এরমধ্যে ঢাকা বিভাগের ৮জন, চট্টগ্রামের ২জন এবং রংপুর বিভাগের ২জন।
আজ সোমবার (১১ মে) দুপুরে সংবাদ বুলেটিনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনা পরীক্ষায় নতুন যুক্ত হওয়া নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালসহ আজ ৩৭টি ল্যাবের তথ্য তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ২৫২জন এনিয়ে মোট সুস্থ হয়েছেন ২৯০২জন। এছাড়া এদিন আইসোলেশনে গেছে ১৮৩জন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬২জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২২৩৬জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছিলো ৭২৬৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২০৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি।
বাংলাদেশে গত ৮ ই মার্চ করোনাভাইরাস প্রথম ধরা পড়ে। এরপর হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে এই আক্রান্তের সংখ্যা ৫শ থেকে ৭শ এর মধ্যে উঠানামা করছে। আজ রোববার তা ৮শ ছাড়ালো। আজকে মৃতের সংখ্যাও সর্বোচ্চ।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এই মূহুর্তে তিন লাখের কাছাকাছি। প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। ২ লক্ষ ৮৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এখন পর্যন্ত। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ৮০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।
বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বাড়ছে ঝুঁকি।
- করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
সম্মিলিত সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে করোনাভাইরাসে সর্বশেষ আজ (সোমবার ১১ মে) দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্বব্যাপী ৪১ লাখ ৮১ হাজার ২২১জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৭৭জনের। এছাড়া সুস্থ হয়েছে ফিরেছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫০০ জন।
এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮০ হাজার ৭৮৭জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬জন। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন ৭৪৭জন মারা গেছে আমেরিকায়।
এদিকে ইতালিকে ছাপিয়ে মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। আজ সোমবার ব্রিটেনে মৃত্যের সংখ্যা ৩১ হাজার ৮৫৫জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮৩জন। এছাড়া সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪ জন।
অন্যদিকে ইতালিতে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৫৬০জন। দেশটিতে আজকে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭০জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৬জন।
এদিকে এখনো পর্যন্ত আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা স্পেনে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬৬৩জন। দেশটিতে মৃত্যুবরণ করেছেন চতুর্থ সর্বোচ্চ ২৬ হাজার ৬২১জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৪৩৯জন।
এরপরই পঞ্চম সর্বোচ্চ ২৬ হাজার ৩৮০জন মারা গেছে ফ্রান্সে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৭০জন। সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ২১৭জন।
এছাড়াও জার্মানি ও রাশিয়ায় যথাক্রমে ১ লাখ ৭১ হাজার ৮৭৯জন এবং ২ লাখ ২১ হাজার ৩৪৪জন লোক আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছে যথাক্রমে জার্মানিতে ৭ হাজার ৫৪৯ জন ও রাশিয়ায় ২ হাজার ৯জন।
রোববার: একদিনে দেশে সর্বোচ্চ মৃ্ত্যু ও আক্রান্তের রেকর্ড!
এসএস/পাবলিকভয়েস/