করোনা: আঙ্কারার মেয়র সফলতা প্রমাণে জনপ্রিয়তার তুঙ্গে

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০

তুরস্কের রাজধানী আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সমস্যা মোকাবেলায় যোগ্যতা তথা সফলতার প্রমাণ দিয়েছেন। লকডাউনের কারণে চাকরিচ্যুতদের পাশে দাঁড়িয়ে দিয়েছেন নেতৃত্বের পরিচয়। যার কারণে মানুষের মধ্যে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।

আরব নিউজের বিশেষ এক প্রতিবেদনে বলা হয়, ইউসুফ ডেরিন (৪৫) নামে আঙ্কারার এক নাগরিক লকডাউনের কারণে চাকরিচ্যুত হয়েছেন। একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। পরিবারে কোনো খাবার না থাকার বিষয়টি তাকে অন্য উপায় খুঁজে বের করতে বাধ্য করেছে। এখন আঙ্কারার রাস্তায় একটি ফ্লাস্ক নিয়ে চা বিক্রি করছেন তিনি। যাতে পরিবারের সদস্যদের মুখে একমুঠো খাবার তুলে দিতে পারেন।

ডেরিনের এই অবস্থা আঙ্কারায় বসবাসরত দশ হাজারের বেশি মানুষের অবস্থারই প্রতিচ্ছবি। এদের কেউ কেউ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।

তাদের এই পরিস্থিতি থেকে বের করে আনতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মেয়র ইয়াভাস। লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি। চাকরিচ্যুতদের নতুন করে চাকরি দেয়ার নির্দেশনা দিয়েছেন।

ইয়াভাসের এই নির্দেশনার সুফল পেতে যাচ্ছেন ডেরিন। এর জন্য মেয়র ও তার প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে দক্ষতা ও সফলতার সাথে বর্তমাস সৃষ্ট সংকট মোকাবেলায় মেয়র মনসুর ইয়াভাসের জনপ্রিয়তা বাড়ছে আকাশচুম্বি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন