করোনা ভাইরাসে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু হলো আজ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ৭, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৯৯ জনের মৃত্যু হলো। করোনাভাইরাস প্রাদুর্ভাব এর পর বাংলাদেশ একদিনে করোণা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুসংখ্যা এটাই।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অধিদপ্তরের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভিডিও ব্রিফিংয়ে মৃত্যু সংখ্যা জানানো হয়নি। পরবর্তীতে প্রেস রিলিজে মাধ্যমে ততা জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন, তাদের ম‌ধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ষাটোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব দুজন এবং ১১ থেকে ২০ বছর একজন। ১১ থেকে ২০ বছর বয়সী তরুণ ক্যান্সার আক্রান্ত ছিলেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৬ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

মন্তব্য করুন