

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অন্যতম বৃহত্তম একটি ৪৮ তলা বিশিষ্ট টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন যে বেশ কয়েকটি দলের দমকলকর্মী কমপক্ষে এক ডজন ফায়ার ইঞ্জিন ও ড্রোন ব্যবহার করে অ্যাবকো টাওয়ার থেকে আগুন নিভানোর কাজ করেছেন। অগ্নিকাণ্ডের আগুনের সম্ভাব্য কারণ এখনও জানা যায়নি।
বিস্তারিত বর্ণনায় খালিজ টাইম জানায় – মঙ্গলবার রাতে শারজাহের আল নাহদা এলাকার অ্যাবকো টাওয়ারে আগুন লাগার পর তা নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। এছাড়াও ঘটনাস্থলে সাতজনকে চিকিতসা দেয়া হয়েছে, অন্য পাঁচজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শারজাহ সিভিল ডিফেন্সের মহাপরিচালক কর্নেল সামি আল নাক্বী বলেন যে, অ্যাবকো টাওয়ারের দশম তলায় রাত ১১ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত। সাথে সাথে পুলিশের অপারেশন রুমে কল দেওয়ার পরে মিনা ও আল নাহদার মতো স্টেশনগুলি থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর জন্য ছুটে আসেন।
আল নাকবি আরও বলেন যে, দমকল কর্মীদের দ্রুত প্রতিক্রিয়ায় বাসিন্দাদের জীবন বাঁচাতে সহায়তা করেছিল, কারণ তারা বাসিন্দাদের অতিদ্রুত পাশের ভবনগুলি সরিয়ে নিয়েছিল।
শারজাহ পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, আটটি টহল গাড়ি দমকল কর্মীদের সহায়তার ছুটে এসেছিল। পুলিশ অঞ্চলটিকে ঘিরে রেখেছে এবং ট্র্যাফিককে নিরাপদে নিয়ে গেছে। এছাড়াও অফিসাররা যাতে ভবনের ভিতরে কেউ আটকে না যায় তা নিশ্চিত করতে ড্রোন ব্যবহার করেছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী ১৬ তলার বাসিন্দা আমিন জানান, ইফতারের পরে তিনি ও তার পরিবার প্রথমে আগুনের গন্ধ পেয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের বিল্ডিং ধোয়ায় ভরে উঠেছিলো। এরপর আমরা আল্লাহর রহমতে নিরাপদে বের হয়ে আসতে পেরেছি। সূত্র : খালিজ টাইম।