

আজ সোমবার (৪ মে) মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই পুরুষ। বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব তিনজন জন। পঞ্চাশ থেকে ষাটের মধ্যে একজন এবং একত্রিশ থেকে চল্লিশের মধ্যে একজন। মৃতরা ঢাকার ৩ জন এবং সিলেট ও মোমেনশাহীর একজন করে।
এছাড়া এদিন নতুন আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ১৮২ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ১০১৪৩ জন।
সোমবার (৪ মে) দুপুরে সংবাদ বুলেটিনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রিহিত হয়েছে ৬৩১৫টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ৬২৬০টি। এতে ৬৮৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩২৬৩টি।
এছাড়া গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৯১ জন। এখন পর্যন্ত মোট মুক্ত হয়েছেন ১১৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেণ ১৬৩৬ জন।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এই মূহুর্তে প্রায় আড়াই লাখ ছুইঁ ছুঁই । প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। ২ লক্ষ ৪৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছে আজ সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ৬৮ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।
বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বাড়ছে ঝুঁকি।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে দোকান-পাট খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। সেইসঙ্গে সাধারণ ছুটি ১৫ তারিখ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের ৮ জেলার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করার আগে স্বাগত ভাষণে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে মানুষকে সুরক্ষিত রেখে জেলা পর্যায়ে কিছু কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রসঙ্গত: গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ কছেরা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
সম্মিলিত সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে করোনাভাইরাসে সর্বশেষ আজ (সোমবার ৪ মে) দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্বব্যাপী ৩৫ লাখ ৬৮ হাজার ২১৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২১৭ জনের। এছাড়া সুস্থ হয়েছে ফিরেছেন ১১ লাখ ৫৭ হাজার ৩৭০ জন।
এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই ১১ লাখ ৮৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৬ হাজার ৬০২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫৯৪ জন।
এছাড়া এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ইতালিতে ২৮ হাজার ৮৮৪ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ৮১ হাজার ৬৫৪ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘন্টায় (রোববার পর্যন্ত) দেশটি সর্বনিম্ন ১৭৪ জন মারা গেছে।
অন্যদিকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা স্পেনে ২ লাখ ৪৭ হাজার ১২২ জন। দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ২৬৪ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৪৮ হাজার ৫৫৮ জন।
এদিকে মৃত্যু সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে বরাবরের রয়েছে মতোই যুক্তরাজ্য। মৃতের সংখ্যায় এখন তৃতীয় অবস্থানে আছে ইউরোপের এ শীর্ষ কর্তা দেশটি। বুধবার একটি সংশোধিত তালিকা প্রকাশের পর দেশটির করোনা চিত্রের এ পরিবর্তন ঘটেছে।
দেশটিতে এখন মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৪৬জন। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৫৯৯। দেশটিতে আক্রান্তের পর সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪। গত বুধবার (২২ এপ্রিল) সংশোধিত হিসাব প্রকাশের আগেও দেশটিতে মৃতের সংখ্যা ছিলো ২১ হাজার ৬৭৮ জন।
যুক্তরাজ্যে হাসপাতালে মৃত্যুবরণকারী করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই প্রকাশ করা হয়। হাসপাতালের বাইরে বিভিন্ন কেয়ার হোম বা অন্যান্য জায়গায় মারা যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় সাপ্তাহিকভাবে। সর্বশেষ গত বুধবার কেয়ার হোমসহ অন্যান্য জায়গায় মারা যাওয়া করোনা রোগীদের সংখ্যা যোগ করার পর যুক্তরাজ্যের করোনা চিত্রের রাতারাতি এ পরিবর্তন হয়েছে।
এরপরই পঞ্চম সর্বোচ্চ ২৪ হাজার ৮৯৫ জন মারা গেছে ফ্রান্সে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৫০ হাজার ৭৮৪ জন।
এছাড়াও জার্মানি ও রাশিয়ায় যথাক্রমে ১ লাখ ৬৫ হাজার ৬৬৪ জন্য এবং ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন লোক আক্রান্ত হয়েছে।
শনিবার: টানা পাঁচ দিনের মতো আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে, আজ মৃত বেড়ে ৫
রোববার: সর্বোচ্চ ৬৬৫ জন আক্রান্তের নতুন রেকর্ড, মৃত ২
আরো পড়ুন:
আমেরিকা: ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনার চেয়েও করোনায় বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে
/এসএস