করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মে ২, ২০২০

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে মার্কিন ওষুধ প্রশাসন গিলিয়েডের ওষুধ রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র।

রেমডেসিভির কোভিড-১৯ ভাইরাসে গুরুতর আক্রান্ত রোগীদের দ্রুত সেরে উঠায় সহায়তা করে ট্রায়াল থেকে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন মেডিকেল কর্মকর্তারা ।

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রনে আনতে একটি সম্ভাব্য উপায় হিসেবে রেমডেসিভির ওষুধ ব্যবহারের পক্ষে জোরালোভাবে সমর্থন জানিয়ে আসছেন ট্রাম্প। এ বৈশ্বিক মহামারিতে প্রায় ৬৫ হাজার আমেরিকান মারা গেছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন