

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপজেলা মসজিদে শতাধিক মুসল্লী নিয়ে চলমান সময়ে ধর্ম মন্ত্রনালয় থেকে গৃহীত মসজিদে নামাজ পড়ার আইন ভঙ্গ করে জুমার নামায আদায় করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১ মে রমযানের প্রথম শুক্রবারে দেশের চলমান আইন অর্থাৎ “জনসমাগম না করা, মুখে মাস্ক ব্যবহার করাসহ” সরকারি একাধিক আইন ভঙ্গ করার অভিযোগ এনে কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ কমিটির সিনিয়র দায়ীত্বশীল আব্দুল কুদ্দুসকে মুসল্লিদের পক্ষে ২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
এর আগে গত ২৬ এপ্রিল সরকারী নিষেধ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১০৮ জন মুসল্লির অর্থদণ্ড করেছিলো ভ্রাম্যমাণ আদালত। ওই উপজেলা নির্বাহী অফিসার মো সাইফুল ইসলাম মজুমদার ও সহকারি কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে এই জরিমানা করা হয়েছিলো।
জানা যায, গতকাল (১ মে) শুক্রবার বাংলাদেশে পবিত্র মাহে রমযানের প্রথম জুমার নামায অনুষ্ঠিত হয়েছে ,ধর্মীয় টানে দেশে লকডাউন থাকা সত্বেও অনেকটা আবেগী হয়ে মসজিদ মূখে ছুটেছেন মুসল্লিগণ। প্রায় মসজিদেই মুসুল্লিরা ভরপূর ছিলো।
এছাড়াও অন্য মুসল্লিদের শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা না আশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামায বাসায় পড়ার অনুরোধ জানান জনাব ফয়সাল আহমেদ।
অন্যদিকে মুসল্লীদের মাঝে মসজিদে প্রশাসনের বাধার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়।, মুসল্লীরা আক্ষেপ করে বলেন- আইন শুধু মসজিদের জন্য। বাজার, গার্মেন্টসের জন্য নয়।
মুফতী রবিউল নামের এক মুসল্লী বলেন- সরকারি নিয়ম ভেঙ্গে মসজিদে আসা উচিত হয়নি তবে মানুষ যদি মসজিদে চলেই আসেন তাকে বের করে দেয়া উচিত নয়। এমন কিছু ঘটলে প্রশাসন জরিমানা না করে আগামীতে এমন না করার নির্দেষ দেয়ার মধ্যে সিমাবদ্ধ থাকলে সমালোচনা ও মানুষের ক্ষোভ কিছুটা কম তৈরি হতো।
নোয়াখালীতে দুরত্ব না মেনে নামাজ পড়ায় ১০৮ মুসুল্লীর জরিমানা
আরআর/পাবলিক ভয়েস