

লেবাননভিত্তিক রাজনৈতিক দল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এ দলের রাজনৈতিক শাখাকেও নিষিদ্ধ করেছে জার্মানি। এর আগে দলটির সামরিক শাখা নিষিদ্ধ করেছিলো দেশটি। দেশটিতে হিজবুল্লাহর সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত থাকা লোকদের ধরতে পুলিশ সারা দেশে অভিযান চালাচ্ছে। খবর জার্মান গণমাধ্যমের।
আজ বৃহস্পতিবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘোষণা করেছে, হিজবুল্লাহ জার্মানিতে পুরোপুরি নিষিদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র স্টিভ অল্টার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে হিজবুল্লাহকে একটি “শিয়া সন্ত্রাসী সংগঠন” বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে বৃহস্পতিবার জার্মানিতে এই গোষ্ঠীর তৎপরতা নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হোরস্ট সিহোফার।
একই দিনে সকাল থেকেই একাধিক ফেডারেল রাজ্যে একযোগে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে,” তিনি বলেছিলেন। তবে এ বিষয়ে হিজবুল্লাহর কোন প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
এর আগে জার্মানিতে হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ ছিল। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভির মতামত অনুসারে লেবাননের এই দলটির প্রায় এক হাজার সমর্থক রয়েছে জার্মানিতে।
২০১৩ সালে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলি হিজবুল্লাহর সশস্ত্র শাখা নিষিদ্ধ করেছিল কিন্তু দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। হিজবুল্লাহর রাজনৈতিক দলের কার্যক্রম চালু ছিলো। তবে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আমেরিকা ও ইসরাইলের চাপ অব্যহত ছিলো।
এছাড়াও নেদারল্যান্ডস, বাহরাইন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েলের কাছে হিজবুল্লাহ পুরো বা আংশিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন। লেবাননে হিজবুল্লাহ একটি প্রধান রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত এবং দেশের রাজনীতিতে দলটি কঠোর প্রভাব রেখে থাকে।
আনাদুলু থেকে হাছিব আর রহমানের অনুবাদ