আরো একটি সুসংবাদ: মার্কিন বিজ্ঞানীদের করোনা প্রতিষেধকের সফলতা

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

মহামারী করোনাভাইরাসের বিপর্যস্ত গোটা বিশ্ব। ভ্যাকসিন কিংবা রোগ প্রতিরোধমূলক প্রতিশেষধক ঔষধ আবিষ্কারের আগ পর্যন্ত বিশ্বের ভবিষ্যত অন্ধকার দেখছেন সবাই।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা একটি ভ্যাকসিনের কার্যকরিতা পরীক্ষার শেষ পর্যায়ে আছেন। এরইমধ্যে আরো একটি সুখবর এলো।

যুক্তরাষ্ট্রের একটি ঔষধ বিজ্ঞান প্রতিষ্ঠানের পরীক্ষাগারে ‘রেমডেসিভির’ নামের একটি অ্যান্টিভাইরাল ওষুধ আশার আলো দেখাচ্ছে সংশ্লিষ্টদের।

অক্সফোর্ড: করোনার ভ্যাকসিন পরীক্ষা অংশ নেওয়া ‘গ্রানাটো’ সুস্থ এবং পর্যবেক্ষণে আছেন

মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়ড সায়েন্সেসের তৈরি এ ওষুধ ক্লিনিক্যাল ট্রায়াল বা তৃতীয় পর্যায়ের পরীক্ষাতেও সফল হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার এ খবর দিয়েছে মার্কিন ঔষধ গবেষণা প্রতিষ্ঠান গিলিয়ড সায়েন্স এর মুখপাত্র গিলিয়ড ডটকম।

বুধবার (২৯ এপ্রিল) গিলিয়ড ডটকম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রেমডেসিভির (remdesivir) ওষুধটি প্রয়োগ করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উন্নতি পরলক্ষিত হয়েছে।

গিলিয়ড জানায়, আগামী সপ্তাহে পিয়ার-পর্যালোচিত জার্নালে প্রকাশের জন্য ঔষধটির সম্পূর্ণ ডেটা জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গিলিয়ড সায়েন্সেস দাবি করছে, তাদের তৈরি ওষুধটি কোভিড-১৯ আক্রান্তদের যতো দ্রুত ঔষধটি প্রয়োগ করা গেছে, ততো তাড়াতাড়ি রোগীর অবস্থার উন্নতি হয়েছে। যাদের শরীরে ওষুধটি দেরিতে প্রয়োগ করা হয়েছে- তাদের চেয়ে দ্রুত উন্নতি হয়েছে যাদেরকে ওষুধটি শুরুতেই প্রয়োগ করা হয়েছিলো।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত রোগীদের শরীরে ঔষধটি প্রয়োগে যেই সময়ে উন্নতি হয়েছে ঠিক সেরমক উন্নতি হয়েছে ৫ দিন ধরে আক্রান্ত রোগীরাও। অর্থাৎ ঔষধটি কোনো কারণে রোগীর শরীরে সমানভাবে অ্যান্ডিবডি তৈরি আগেই নিজের কার্যকরিতা প্রমাণ করতে পেরেছে।

গিলিয়ড জানিয়েছে, রেমডেসিভির ওষুধটি যাদের প্রথমে প্রয়োগ করা হয়েছে তাদের প্রায় ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছে। সেখানে যাদের একটু দেরিতে ওষুধটি দেয়া হয়েছে, সে ৪৯ শতাংশ রোগীর অবস্থারও উন্নতি হয়েছে এবং তা চলমান রয়েছে।

নিউইয়র্কের ফস্টার সিটিতে অবস্থিত গিলিয়ড কার্যালয়

এদিকে ব্লুমবার্গ (bloomberg) ডটকম জানিয়েছে, গিলিয়ড এর এই সাফল্যকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের করোনা বিষয়ক টাস্কফোর্সের প্রধান কর্তাব্যক্তি, মার্কিন স্বাস্থ্য প্রশাসনে আস্থাভাজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্থনি ফসিও।

অ্যান্থনি ফসিও এর ভিডিও বক্তব্য শুনতে ক্লিক করুন

অন্যদিকে আতঙ্ক ছড়ানো মহামারী এ করোনাভাইরাসের সম্ভাব্য ওষুধটির সফলতার খবরে বুধবার গিলিয়ড সায়েন্সের শেয়ার দর বেড়েছে একলাফে পাঁচ শতাংশ।

করোনাভাইরাসে এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১২টা) বিশ্বব্যাপী ৩২ লাখ ২০ হাজার ৯৭০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৫১ জনের। সুস্থ হয়েছে ফিরেছেন ১০ লাখ ১ হাজার ৯৩৩ জন।

শুধুমাত্র আমেরিকাতেই ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ হাজার ৬৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

গিলিয়েড এর প্রতিবেদন দেখতে ক্লিক করুন

গিলিয়ড সায়েন্স এর অফিসিয়াল ওয়েবসাইট গিলিয়ড ডটকম  (gilead)অবলম্বনে শাহনূর শাহীন

/এসএস

মন্তব্য করুন