

রহমত, বরকত, নাজাতের মাস পবিত্র মাহে রমযান। সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র রমযান।
তবে অন্যান্য বছরের ন্যায় এবারে রমযান ততোটা উৎসবমুখর নয়। করোনাভাইরাস নামক মহামারী ভাইরাসের বিপর্যয়ে পুরো পৃথিবী এখন নাজুক অবস্থায় আছে। বাংলাদেশেও করোনার প্রকোপ পড়ছে ঝুঁকিপূর্ণ হিসেবেই।
তথাপিও আমাদের মাঝে রমযান এসেছে। মহান রব্বে কারীম আমাদেরকে জীবনে আরো একটি রমযান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এজন্য তার আলীশান দরবারে অজস্র কোটি শুকরিয়া।
সারা বিশ্বের মুসলমান এবং পৃথিবীবাসীর জন্য রমযান মাস রহমত, বরকত, নাজাত এবং সম্প্রীতি শিক্ষার মাস। রমযানে রয়েছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন রোজা আল্লাহ তাআলার জন্য এবং এর প্রতিদান তিনি নিজেই দিবেন।
রমযানে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অন্যান্য মাসের চেয়ে বহুগুণে বাড়িয়ে দেন। বান্দার প্রতি রহমত এবং বরকত নাযিল করেন। এবং সীমাহীনভাবে বাড়িয়ে। যার কোনো তুলনা হয় না। এছাড়া রমযানে রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন, জান্নাতের দরোজাসমুহ খুলে দেন এবং জাহান্নামের দরোজাসমুহ বন্ধ করে দেন।
জাহান্নামের ফয়সালা হয়েছে এমন বান্দাদেরকে রমযানের ফজিলতে জাহান্নাম থেকে নাজাত তথা মুক্তি দেন। রমযানের বদৌলতে দয়াময় আল্লাহ বান্দার জীবনের অতিতের সমস্ত গোনাহ ক্ষমা করে দেন। নিম্নে রমযানের ফজিলত সম্পর্কিত কোরআন এবং হাদিসের কয়েকটি সংগ্রিহিত বাণী তুলে ধরা হলো।
কোরআন:
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। -আল কুরআন
হাদীস:
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রাণযুক্ত।
ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন।
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়।
রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল।
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ।
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম।
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
রোজা মানুষকে আখেরাত মুখী করে।
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।
রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ।
রমযান বিদায়ের শেষ মূহুর্তে আছে। এই মূহুর্তে আমাদের সম্মুখে শেষ সাহরী ও শেষ ইফতার আসন্ন উপস্থিত। এবার হিসাব মিলানোর পালা। কতটুকু কী অর্জন করতে পেরেছি এই রমযানে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। দোয়া কবুলের সর্বশেষ বিশেষ সময় ইফতারের পূর্ব মূহুর্তের আজকের সন্ধাটা কাটুক রোনাজারিতে। যেন আল্লাহ আমাদের পাপ মুছে পবিত্র করে দেন। পৃথিবীকে পবিত্র করে দেন। পৃথিবীর হতাশার কালোমেঘ দূর করে আলোয় ভরপুর করে দেন।
শাহনূর শাহীন
কবি, লেখক ও সংবাদকর্মী
এসএস/