চুনারুঘাটে কল দিলেই ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতা

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

চুনারুঘাট প্রতিনিধি : ইসলামী আন্দোলন চুনারুঘাট উপজেলার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন পীর সাহেব চরমোনাই এর পক্ষ হতে কল দিলেই দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ পৌছে দিচ্ছেন।

ত্রাণ সামগ্রী হিসেবে চাল ডাল আলু পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থাকছে। খোঁজ নিয়ে জানা যায়, দুঃস্থ ও অসহায়রা কলে যোগাযোগ করলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন এবং শ্রমিক আন্দোলন এর মাধ্যমে বাইক রিকশা মাধ্যমে ত্রাণ পৌঁচাচ্ছেন তিনি।

এই ব্যাপারে জানতে চাইলে, ইসলামী আন্দোলন চুনারুঘাট উপজেলার সাঃ সম্পাদক মাওলানা আবু তৈয়ব আল হোসাইন হবিগঞ্জের খবর কে বলেন, আমাদের নেতৃবৃন্দরা সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। দুঃস্থ ও দুঃখীদের পাশে দাঁড়াতে আমরা বদ্ধ পরিকর৷ আমাদের ইসলামী আন্দোলন চুনারুঘাট উপজেলার সভাপতি এবং বিগত সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত হবিগঞ্জ -৪ এর হাতপাখার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন দীন দুঃখীদের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর এবং করোনার এই লকডাউনে আমরা সার্বক্ষনিক চেষ্টা চালাচ্ছি সহযোগীতার হাত বাড়াতে।

লক ডাউন এবং করোনার এই পরিস্থিতি তে দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে এই ত্রাণ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন