
প্রাণঘাতী করোনাভাইরাসের(কোভিড-১৯) মহামারী ঠেকাতে দেশেজুড়ে লকডাউন জারি করেছে ভারতের সরকার। এতে করে ঘরবন্দি মানুষ নানাভাবে সময় কাটাচ্ছেন। কিন্তু এই অলস সময়ে লুডু খেলা নিয়ে ঝগড়ায় স্ত্রীর মেরুদণ্ড ভাঙার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুজরাটের ‘ভাদোদরাতে’ এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
জানা গেছে, অভিযুক্ত স্বামী সব সময়ই বন্ধুদের নিয়ে মেতে থাকতেন। তার একার আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই টিউশন শুরু করেছিলেন তার স্ত্রী। আর স্বামীকে ঘরমুখো করতে অনলাইন লুডোকেই বেছে নেন তিনি। স্বামী ঘরে রাখতে রীতিমতো লুডোর নেশা ধরিয়ে দেন ওই তিনি। একসঙ্গে নিয়মিত লুডু খেলতেন তারা। আর সেটাই কাল হল।
ভাদোদরার অভয়ম হেল্পলাইনের কাউন্সিলর জানান, ২৪ বছর বয়সী ওই নারী এ দিন স্বামীর সঙ্গে অনলাইনে লুডো খেলছিলেন। কিন্তু খেলায় বারবার হেরে যাচ্ছিলেন তার স্বামী। এখান থেকেই সমস্যার শুরু। স্ত্রীর কাছে হেরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তিনি। এই নিয়ে ঝগড়া শুরু হয় তাদের মধ্যে।এ সময় আচমকা স্ত্রীকে মারধর শুরু করে তার স্বামী। এতেই মেরুদণ্ডের ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার।
কাউন্সিলর আরো জানান, এরপর দ্রুত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেই নারী চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যেই স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বারবার স্ত্রীর কাছে পরাজিত হওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তাই এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করছেন কাউন্সেলররা।
এমএম/পাবলিকভয়েস

