সিরিয়ায় ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলা, তিনজন নিহত

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিরিয়ার আরব নিউজ এজেন্সি (সান) জানিয়েছে, এই হামলাটি আল-হুজাইরা এবং আল-আদলিয়া শহরে বেসামরিক বসতিগুলিকে লক্ষ্য করে করা হয়েছে।

এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত এক শিশুসহ চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এর আগে সিরিয়ার বিমান বাহিনী লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ভূখণ্ডের দিকে ইসরাইল ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছিলো।

প্রসঙ্গত : ২০১০ সালের শেষের দিকে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, যখন সিরিয়ার কসাই খ্যাত বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে জনগণ বিক্ষোভে নেমেছিলো।

তখন থেকে, কয়েক মিলিয়ন মানুষ নিহত এবং ১০ কোটিরও বেশি বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন।

গৃহযুদ্ধের শুরু থেকেই ইসরাইল সরকার দেশটিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে আসছে।

আনাদুলু/আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন