

আজ শনিবারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মৃতের সংখ্যা ৫২,০০০ এর কাছাকাছি চলে গিয়েছে এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুযায়ী এ পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫ হাজার পেরিয়েছে।
করোনাভাইরাসে বিশ্বজুড়ে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রেই।
এর মধ্যে নিউ ইয়র্ক ২১,২৬৪ জন মারা গেছে এবং ২ লক্ষ ৭৮ হাজার ৪৪৫ জন আক্রান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশ হিসেবে রয়েছে। তার পরে রয়েছে নিউ জার্সি যেখানে ১ লাখের বেশি করোনা আক্রান্ত রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। যে দেশটিতে ২৫, ৯৯৯ জন এবং এর পর স্পেন ২২,৫২৪ জনের মৃত্যু তালিকা করা হয়েছে।
গত ডিসেম্বরে চীনে প্রকাশ হওয়ার পরে করোনাভাইরাস বিশ্বের ১৮৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ২.২২ মিলিয়নেরও বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে।
#আরআর/পাবলিক ভয়েস