পবিত্র মাসে মঙ্গলের প্রার্থনা ও করোনা যুদ্ধে জয়লাভের আশা মোদির

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
নরেন্দ্র মোদি, ছবি: এএনআই

পবিত্র রমজান মাসে বিশ্ববাসীর মঙ্গল কামনা করে করোনাযুদ্ধে জয়লাভের আশাবাদ ব্যক্ত করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রমজানে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়ে করা এক টুইট বার্তায় এ কথা বলেছেন তিনি।

টুইট বার্তায় মোদি, মাহে রমজানকে পবিত্র মাস উল্লেখ্য করে বলেছেন, পবিত্র এই মাসে মহানুভবতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রাচুর্য নেমে আসুক। আমরা যেন করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে জয়ী হই এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে পারি।

এছাড়াও শুক্রবার নিজের টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, রমজান মুবারক! আমি সবার নিরাপত্তা, সুস্থতা ও উন্নতি কামনা করছি।

প্রসঙ্গ, ভারত ও বাংলাদেশে গতকাল শুক্রবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা উপলক্ষ্যে আজ শনিবার রোজা রাখার মধ্য দিয়ে সিয়াম পালন শুরু হয়েছে। এর আগে সৌদি আরবসহ প্রাচ্য ও মধ্যপ্রাচ্যে গতকাল শুক্রবার থেকেই রোজা শুরু হয়েছে।

/এসএস

মন্তব্য করুন