রমযান উপলক্ষে মুসলিম এলাকায় লকডাউন শিথিল করলো ইসরাইল

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

ইহুদীবাদী ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা মুসলিম এলাকাগুলোতে রমজান মাসে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ফিলিস্তিনের উপর সৃষ্ট অবরোধ এবং জেরুজালেম এলাকায় কোন শিথিলতার ঘোষণা দেয়নি তারা।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

ওই বিবৃতিতে বলা হয়, আরব-ইসরায়েল এলাকায় বসবাস করা মানুষের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের হার এক চতুর্থাংশ। এই হার কম হওয়ায় রমযান মাসে মুসলিম অধ্যুষিত এলাকায় লকডাউন শিথিল করা হবে। তবে সংক্রমণের হার বাড়লে যেকোনো সময় লকডাউন করা হতে পারে।

অন্যদিকে আগের মতোই লকডাউন চলমান থাকবে জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকাগুলোতে। এবারের পবিত্র রমজানে কোনো নামাজ হবে না আল-আকসা মসজিদে।

ইসরায়েলে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৮৭ জন। দেশটিতে বর্তমানে নয় হাজার ১৭৮ জন চিকিৎসাধীন আছে এবং সুস্থ হয়েছে চার হাজার ৯৬১ জন।

/এসএস

মন্তব্য করুন