

করোনা সংকটে কর্মহীন, সরকারী সহযোগিতা বঞ্চিত অসহায়ভাবে খেয়ে না খেয়ে মানবতর জীবন যাপনকারীদের মধ্যে আজ তৃতীয়বারের মতো সহযোগিতার হাত প্রসারিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর নির্দেশে স্থানীয় দায়িত্বশীলদের দান সংগ্রহের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলা কার্যালয় এ সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক ও ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখা মুজাহিদ কমিটির সদর মাওঃ মুহাম্মাদ সোলায়মান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও ইসলামী যুব আন্দোলন ভান্ডারিয়া উপজেলা শাখা সভাপতি, ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব মুফতী রিদওয়ানুল করীম এর পরিচালনায় ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সিনিয়র জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলা সেক্রেটারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইকবাল শিকদার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা দক্ষিণ সভাপতি ওমর ফারুক শাকিল এবং ইসলামী যুব আন্দোলন ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাকি বিল্লাহ।