

আসন্ন রমজান মাসে তারাবীহ ও অন্যান্য নামাজের জামাতের জন্য সীমিত পরিসরে মসজিদ খুলে দেওয়ার দাবি নিয়ে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ’র সাথে বৈঠক করেছেনে দেশের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল।
হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে মুফতী মিজানুর রহমান সাঈদসহ হাইয়াতুল উলইয়ার অধিভুক্ত বোর্ড কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
পাবলিক ভয়েসকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা এর মহাপরিচালক ও প্রধান মুফতী আল্লামা মিজানুর রহমান সাঈদ।
বৈঠক সূত্রে জানা গেছে, ধর্মপ্রতিমন্ত্রীর কাছে ওলামায়ে কেরাম দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সার্বিক মতামত তুলে ধরে আসন্ন রমজানে তারাবাহী নামাজের জন্য সীমিত পরিসরে, সীমিত সময়ের জন্য মসজিদ খুলে দিতে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে ধর্মপ্রতিমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কনফারেন্সে অংশগ্রহণ করেন।
আজেকের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে ধর্মপ্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন উপস্থিত আলেমগণ।
এসময় বৈঠকে সিদ্ধান্ত হয় যে, গত ১৬ এপ্রিলে হাইয়াতুল উলইয়ার বৈঠকে আলেমদের সর্বসম্মত বৈঠকে গৃহিত সিদ্ধান্তবলি আল্লামা আহমদ শফীর স্বাক্ষরযুক্ত করে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে উপস্থান করা হবে। এবং এরপর সরকার এ ব্যপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ বিষয়ে মুফতী মিজানুর রহমান সাঈদ জানান, গত ১৬ এপ্রিল হাইয়াতুল উলইয়ার অধীনে মিটিংয়ে যেসসব বিষয় সিদ্ধান্ত হয়েছে সেগুলো আল্লামা আহমদ শফী সাহেবের সই হলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এবং এরপর সরকার সিদ্ধান্ত জানাবে। এজন্য জাতিকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বলে উল্লেখ্য করেন মুফতী মিজানুর রহমান সাঈদ।
/এসএস