

বাংলাদেশে অবস্থানরত তুরস্কের নাগরিকরা বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন। তুরস্কের ব্যবস্থাপনায় প্রেরিত তুর্কি এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে আজ মঙ্গলবার কমপক্ষে ১৫৪ তুর্কি নাগরিক বাংলাদেশ ত্যাগ করেছেন।
করোনভাইরাস লকডাউনের কারণে এই নাগরিকরা রাজধানী ঢাকায় আটকা পড়েছিলেন।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, “দ্বিতীয়বারের মতো আমাদের সরকার পবিত্র রমজান মাস শুরুর আগে বিশ্বজুড়ে আটকা পড়া মোট ২৫,০০০ তুর্কি নাগরিককে ফিরিয়ে নিচ্ছে।”
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে দাড়িয়ে তিনি বলেন, “তুরস্কে আবাসনের অনুমতি প্রাপ্তদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তুরান আরও জানান, তুরস্কের এয়ারলাইন্সের বিমানটি আজ সকালে তুরস্কের বিভিন্ন শহর থেকে ২০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে।
তুরস্কের নাগরিকরা সরকারী উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঢাকায় কর্মরত তুর্কি প্রকৌশলী ইলকার আক্তাস বলেছেন “এই ব্যবস্থা করার জন্য আমি আমার সরকার পাশাপাশি বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি দীর্ঘকালীন অনিশ্চয়তার পরে এখন পরিবারের সদস্যদের সাথে দেখা করব।”
অন্য তুর্কি নাগরিক সেহান পোলাট বলেছেন “আমি এই মহামারীটি শেষ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।”
তুর্কি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে যাত্রীদের দেখাশোনার জন্য উপস্থিত ছিলেন। এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়া সহ বিভিন্ন দেশের শত শত আটকে পড়া নাগরিকও চার্টার ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ ত্যাগ করেছিলেন।
প্রসঙ্গত : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১০ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত মোট ৩,৩৮২ জন আক্রান্ত হয়েছেন।
আরআর/পাবলিক ভয়েস