
মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। পৃথিবীর সব রাষ্ট্র প্রধানরা চিন্তিত এই পরিস্থিতি মোকাবেলায়। হিমশিম খাচ্ছে সব রাষ্ট্র ও সরকার। এরইমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে পাকিস্তনের প্রধানমন্ত্রী ইমরান খানের।
ভিডিওতে দেখা যাচ্ছে করোনাভাইরাসের ভয়াবহতায় কাঁদছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল উইয়ন (wion) এর এক ভিডিও টুইট প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভিডিও প্রতিবেদনে উইয়ন জানায়, পিটিআই প্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে ইমরান খান কাঁদছে।
পিটিআই এর বরাতে উইয়ন জানায়, নিজ দেশে মহামারী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শঙ্কিত প্রধানমন্ত্রী ইমরান খান কাঁদছেন।
এই ভিডিও শেয়ার করে পিটিআই সমর্থকরা দাবি করেন, ইমরান খান জীবনে দুইবার কেঁদেছেন প্রথমবার যখন তার মা মারা গিয়েছিলেন এবং দ্বিতীয়বার করোনায় সৃষ্ট দেশের এই সংকটকালীন মূহুর্তে।
তবে পিটিআই বিরোধীরা ভিডিওটির সমালোচনা করছেন। তারা বলছেন, ‘ইমরান খান কেন ক্যামেরার সামনে এসে কাঁদতে যাবেন?’।
তবে বিরোধীদের কেউ কেউ এও দাবি করছেন যে, ভিডিওটি অনেক পুরনো এবং পিএমএল-এন সরকারের আমলের। যা এখন অসৎ উদ্দেশ্যে ভাইরাল করা হচ্ছে।
উইয়ন এ প্রকাশিত ভিডিও টুইট
#Gravitas | A viral video claims to show the Pakistan PM @ImranKhanPTI crying over the Coronavirus situation in Pakistan. @palkisu gets you a report. pic.twitter.com/IK5RiLHkkt
— WION (@WIONews) April 17, 2020

