লকডাউনে জীবন পরিবর্তন: ইসলামের ছায়ায় বিশ্ববিখ্যাত বক্সার (ভিডিও)

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

বিশ্বের প্রায় সব দেশে করোনাভাইরাসের কারণে লকডাউনে রয়েছে। মানুষকে তাদের বাড়িতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে প্রায় সবকটি দেশ। এরইমধ্যে এমন একজন বিশ্ববিখ্যাত মানুষের জীবন বদলে গেলো ইসলামের সুশীতল ছায়ায়। 

সেই লোকটি হলেন, অস্ট্রেলিয়ার বিখ্যাত বক্সার ‘হেলম অট’ যিনি লকডাউনের মাঝে ইসলামের বাস্তবতাকে স্বীকৃতি দিয়ে ইসলাম গ্রহণ করেন। ‘হেলম অট’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।  যেখানে তিনি সবাইকে বলেন, তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন।

বক্সার ‘হেলম অট’ ভিডিও বার্তায় বলেন, লকডাউন আমাকে ইসলামের সর্বজনীন বার্তাকে বোঝার সুযোগ দিয়েছে। এবং ইসলাম সম্পর্কে নিয়মিত অধ্যয়ন ও ধ্যান করার পরে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম।

আর এই ভিডিও বার্তায় তিনি  কালেমা তায়্যবা পড়ে  তার মুসলমান হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এবং সকল লোককে তার  জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। যাতে তিনি ইসলাম ধর্মের ্পরর অবিচল থাকতে পারেন। এসময় আল্লাহু আকবার স্লোগানও দিয়েছিলেন এই বক্সার।

ডেইলি পাকিস্তান থেকে মাহিন মুহসিন এর অনুবাদ

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন