প্রথমবারের মত রানী এলিজাবেথের জন্মদিন অনুষ্ঠান বাতিল

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

৬৪ বছরের রাজত্বকালে প্রথমবারের মত করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে রানী এলিজাবেথের জন্মদিন অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে রানীর পক্ষ থেকে। তিনি বলেছেন, এ বছর জন্মদিনের জন্য কোনও বিশেষ উদযাপন করবেন না।

ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের একটি। দিনটিকে ব্রিটেনে মহাসমারোহে উদযাপন করা হয়।

রানী এলিজাবেথ যিনি এই মাসের শেষদিকে ৯৪ বছর বয়সী হবেন। তিনি বলেছিলেন যে অনুষ্ঠানের অংশ ব্রিটেনের ঐতিহ্য হিসেবে তাঁর জন্মদিনে বন্দুকের ফাকা গুলি করে স্যালুট দেওয়া হবে না। কারণ তিনি মনে করেন যে পরিস্থিতিটি যথাযথ হবে না।

সাধারণত প্রতিবছর রানীর জন্মদিনের মধ্যাহ্নে তিনটি স্থানে নির্দিষ্ট সংখ্যায় বিশেষভাবে ফাঁকা গুলি চালানো হয়। হাইড পার্কে ৪১ টি উইন্ডসর গ্রেট পার্কভান্ডে ২১ টি এবং লন্ডন টাওয়ারে ৬২ টি বন্দুকের গুলি করে রানীর জন্মদিনে সম্মান জানানো হয়।

শনিবার, ব্রিটিশ স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে দেশটিকে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ১৫,৪৬৮ জনে পৌছেছে।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন