
পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, তিনি রমজানের সময় বাড়িতে তারাবীহ সহ অনান্য নামাজ পড়বেন এবং কোনও প্রকার মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না।
এক বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান বলেন যে তিনি রমজান মাসে বাড়িতে তার ভাই, পুত্র ও ভাগ্নেদের সাথে নামাজ পড়বেন এবং রমজানের সময় মসজিদে কোনও প্রকার একত্রিত হওয়ার চেষ্টা করবেন না।
তিনি বলেন, এই সময় সরকারী নির্দেশনা আমাদের শত ভাগ মেনে চলা উচিত। এবং ব্যক্তি বিশেষ কোনো মতামতকে গ্রহন না করা। এবং এই মহামারী থেকে আল্লাহর নিকট পানাহ চাওয়া ।
উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান সরকারের সবচেয়ে কট্টোর বিরোধী। অক্টোবর-নভেম্বরে তার নেতৃত্বে ইমরান হটাও লংমার্চ পর্যন্ত হয়েছে পাকিস্তানে। কিন্তু স্বদেশের ক্রান্তিলগ্নে তিনিও জাতির কল্যাণে এই মূহুর্তে সরকারের পাশে দাঁড়িয়েছেন।
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের
ইমরান খানকে হটাতে মাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চ শুরু
ইমরান খানের গদি উল্টাতে বহুদলীয় বৈঠকের ডাক দিয়েছেন ফজলুর রহমান
ডেইলি পাকিস্তান থেকে মাহিন মুহসিন এর অনুবাদ
এমএম/পাবলিকভয়েস

