করোনাভাইরাস: ‘আসলেই কি উহানের ল্যাবে তৈরি হয়েছিলো’?

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

সারা বিশ্বে মহামারী করোনাভাইরাস নিয়ে চলছে বহু জল্পনা। ছড়াচ্ছে নানান গুজব। এই গুজবগুলির মধ্যে অন্যতম একটিত হলো যে করোনাভাইরাস চীনের উহানের একটি পরীক্ষাগারে তৈরি হয়েছে, তবে এটা চীন বারবার অস্বীকার করে আসছে।

ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁখো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, উওহান ল্যাবে করোনারভাইরাস তৈরির কোনো প্রমাণ নেই।

ব্রিটিশ নিউজ এজেন্সি দেয়া তথ্য মোতাবেক, ফরাসী রাষ্ট্রপতির এক বিবৃতিতে বলেছেন যে চীনের উহানের করোনা তৈরির বা সেখান থেকে বেরিয়ে আসার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, মার্কিন গণমাধ্যমে উহানের ল্যাবরেটরি এবং করোনার ভাইরাসের মধ্যে সংযোগের কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে পারেনি।

অন্যদিকে, মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এই বুধবারও বলেছেন, উহানের পরীক্ষাগারে এই ভাইরাসটি তৈরি হয়েছে কিনা তা অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে, অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে এসমস্ত বিষয় পরিষ্কার করা উচিত।

তবে বরাবরই এই অভিযোগকে ভিত্তিহিন বলে আসছে চীন। এমনকি চীন পাল্টা অভিযোগ করছে আমেরিকাই এটা চীনে ছড়িয়েছে। এখন নিজ দেশে সংক্রমণ শুরু হয়েছে।

ডেইলী পাকিস্তান থেকে মাহিন মুহসিনের অনুবাদ

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন